ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটন ক্যাপিটালের সামনে প্রবাসীদের বিক্ষোভ

  • Update Time : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / 169

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ক্যাপিটালের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার (১১ অক্টোবর) দুপুরে এ  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষকের কোনো দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।

বক্তারা আরও বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইনপ্রণেতারা কোনো কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে, তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসঙ্গে সব অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে সমাজ আরও বেশি সুন্দর হবে।

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক-পাষণ্ড কর্মকাণ্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষুণ্ন করছে।

মানববন্ধনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আইনজীবী লিলি ভো বলেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেটের এএমসি কলেজসহ সাম্প্রতিক সময়ে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ নারীর প্রতি সহিংসতা দেখতে চায় না। সরকারের উচিত দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেজর আলম, জামাল জ্যামি, খালেদ হোসেন, মোস্তাক রহমান, নেসার আহমেদ, বোরহান উদ্দিন, মো. জামান প্রমুখ।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির উপদেষ্টা জাহিদ খান, রাজিব চৌধুরী ও মোহাম্মদ গাজি এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটন ক্যাপিটালের সামনে প্রবাসীদের বিক্ষোভ

Update Time : ০৬:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ক্যাপিটালের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় রোববার (১১ অক্টোবর) দুপুরে এ  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে, সারাদেশে আশঙ্কাজনকহারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ধর্ষকের কোনো দল নেই। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।

বক্তারা আরও বলেন, ধর্ষণের হার কমানোর জন্য দেশের আইনপ্রণেতারা কোনো কাজ করছে না। তবে যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে, তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি একসঙ্গে সব অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে সমাজ আরও বেশি সুন্দর হবে।

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তারা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক-পাষণ্ড কর্মকাণ্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষুণ্ন করছে।

মানববন্ধনে উপস্থিত যুক্তরাষ্ট্রের আইনজীবী লিলি ভো বলেন, বাংলাদেশের নোয়াখালী, সিলেটের এএমসি কলেজসহ সাম্প্রতিক সময়ে একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। তবে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশের নারীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশের মানুষ নারীর প্রতি সহিংসতা দেখতে চায় না। সরকারের উচিত দ্রুত এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মেজর আলম, জামাল জ্যামি, খালেদ হোসেন, মোস্তাক রহমান, নেসার আহমেদ, বোরহান উদ্দিন, মো. জামান প্রমুখ।

বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির উপদেষ্টা জাহিদ খান, রাজিব চৌধুরী ও মোহাম্মদ গাজি এ সময় উপস্থিত ছিলেন।