ছাগলনাইয়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

- Update Time : ০৩:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / 212
কমল পাটোয়ারি,ছাগলনাইয়া প্রতিনিধি:
.
আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২০ উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১২ অক্টোবর সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভা কক্ষে ছাগলনাইয়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
.
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা নিবার্হী অফিসার সাজিয়া তাহের ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
.
প্রধান অতিথি বক্তব্যে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন,করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া বিগত বছর গুলি মতো এবার যেন পূজা মন্ডব গুলিতে জনসমাগম না ঘটে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে স্বস্ব দায়িত্ব পালন ও আগত বক্তবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিমা দর্শন করার জন্য অনুরোধ জানিয়েছেন।
.
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) হুমায়রা ইসলাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান এনামুল হক মজুমদার ,ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম,মধুগ্রাম বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :