বাস্তবতা
সনজিত চন্দ্র দাস
.
এই জামানায় চামবাজদের মেলে
আদর্শিক কর্মীদের আদর্শ নিয়ে সুবিধাভোগীরা খেলে!
দুনিয়া হলো আজবখানা,সবার এটা জানা
সবাই জানে অন্যায় অনুচিত, তবু দেয় হানা!
.
জড়জগতে এখন সবি দামী,নীতিজ্ঞান ছাড়া
জগৎটাই এখনো টিকে আছে, যদিও নাই সাড়া!
নিজে ভালো এটাই ভাবে, করে নিজের চিন্তা
পরকে নিয়ে ভাবে না কেউ এটাই তো দীনতা!
.
সব কিছু নষ্টদের অধিকারে যাচ্ছে
রাজাকার-প্রেতাত্মাদের শকুন স্বাধীনতা খুবলে খাচ্ছে!
প্রতিবাদীরা হারিয়ে গেছে, চেতনা তো বেহুুঁশ
আপনারা সবাই চুপ করে আছেন দেশবিরোধীরা খুশ!
.