শুক্রবার (৯ অক্টোবর) রাতে ফতুল্লা থানাধীন বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন নাঈম জামালপুর সদরের বেয়রা পলাশতলা গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে। ইসদাইর এলাকার হারাদধন বাবুর বাড়িতে ভাড়া থাকতেন তিনি। এছাড়া স্থানীয় একটি পোশাক কারখানা কাজ করতেন শাকিল। আর, গ্রেপ্তারকৃতরা হলো: হাবিব ও হৃদয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছে লিমন নামে আরো একজন। পুলিশ এ ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের মা নাজমা বেগম জানান, বাড়িতে মোবাইল চার্জে রেখে বাইরে গিয়েছিল নাঈম। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।