আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের রাজধানী বৈরুতে একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরণ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
.
শুক্রবার (৯ অক্টোবর) বৈরুতের তারিক-আল-জিদে জেলায় জ্বালানি ট্যাংকে আগুন লাগার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করে দমকল বাহিনী। ভবনগুলোতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে বড় মই ব্যবহার করছে উদ্ধারকর্মীরা।
এর আগে, গত ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয় এবং আহত হয় অন্তত সাড়ে ছয় হাজার।