পাকিস্তানের ২ কূটনীতিককে বহিষ্কার করল ভারত
- Update Time : ০৭:২৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 233
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারত থেকে দুই পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এ দুই কর্মকর্তা ভারতে পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগে কর্মরত ছিলেন।
ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, ভিসা বিভাগের কর্মরত থাকলেও দুই কর্মকর্তা গোপন তথ্য সংগ্রহের কাজ করছিলেন। এজন্য ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কূটনীতিক মিশনের সদস্য হলেও পাকিস্তানি দূতাবাসের ওই দুই কর্মী যে ধরনের কাজের সঙ্গে জড়িত, তা তাদের পদমর্যাদার সঙ্গে বেমানান। তাই তাদের ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়তেও বলা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, আবিদ হুসাইন এবং তাহির খান নামে দুই পাকিস্তানি নাগরিককে গুপ্তচরবৃত্তির সময় নাতেনাতে ধরে ফেলে দিল্লি পুলিশ।
রোববার (৩১ মে) দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের হাতেনাতে ধরার পর অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে যে, তারা পাকিস্তানি হাই কমিশনের ভিসা বিভাগের কর্মী।
এ ঘটনায় দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।