বাংলাদেশকে আর কেউ পাকিস্তান-আফগানিস্তান বানাতে পারবে না: তথ্য প্রতিমন্ত্রী

  • Update Time : ১১:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / 185

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন বাংলাদেশকে আর কেউ পাকিস্তান-আফগানিস্তান বানাতে পারবে না।

সোমবার (৩০ আগস্ট) সকালে জামালপুর শহরের বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বর্ধিত সভায় সেপ্টেম্বরের শুরু থেকে জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকের বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর নিম্মরূপঃ

(১) সরিষাবাড়ীসহ সকল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।

(২) বকশিগঞ্জ উপজেলায় আগামী ৭/৯/২০২১ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

(৩) জামালপুর সদর উপজেলায় আগামী ৭/৯/২০২১ এ অনুষ্ঠিত হবে।

(৪) দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসতিয়াক হোসেন হোসেন দিদারকে দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ হতে অব্যাহতি দিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়।

(৫) দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যে সকল নেতৃবৃন্দকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে,তাদের আবেদনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

(৬) জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

No description available.

(৭) জামালপুর প্রেস ক্লাবের নির্বাচন ও দলীয় প্যানেল গঠণের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠণ করা হয়।

★ ডা.মুরাদ হাসান এমপি(আহবায়ক)
★ এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ(সদস্য)
★ফারুক আহাম্মদ চৌধুরী(সদস্য)
★ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি(সদস্য)
★ছানোয়ার হোসেন ছানু(সদস্য)
★অধ্যাপক সুরুজ্জামান(সদস্য)
★বিজন কুমার চন্দ(সদস্য)
★ছানোয়ার হোসেন বাদশা(সদস্য)

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জামালপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও জামালপুরের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

Please Share This Post in Your Social Media


বাংলাদেশকে আর কেউ পাকিস্তান-আফগানিস্তান বানাতে পারবে না: তথ্য প্রতিমন্ত্রী

Update Time : ১১:২৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি বলেছেন বাংলাদেশকে আর কেউ পাকিস্তান-আফগানিস্তান বানাতে পারবে না।

সোমবার (৩০ আগস্ট) সকালে জামালপুর শহরের বকুলতলা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

বর্ধিত সভায় সেপ্টেম্বরের শুরু থেকে জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকের বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর নিম্মরূপঃ

(১) সরিষাবাড়ীসহ সকল উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সম্মেলন শেষে ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হবে।

(২) বকশিগঞ্জ উপজেলায় আগামী ৭/৯/২০২১ এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

(৩) জামালপুর সদর উপজেলায় আগামী ৭/৯/২০২১ এ অনুষ্ঠিত হবে।

(৪) দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসতিয়াক হোসেন হোসেন দিদারকে দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ হতে অব্যাহতি দিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অধ্যাপক আবু বক্কর সিদ্দিককে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়।

(৫) দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যে সকল নেতৃবৃন্দকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে,তাদের আবেদনের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

(৬) জেলার সকল উপজেলায় মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করে আগামী ২০২২ সালের জুন মাসের মধ্যে জেলা সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

No description available.

(৭) জামালপুর প্রেস ক্লাবের নির্বাচন ও দলীয় প্যানেল গঠণের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসানকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠণ করা হয়।

★ ডা.মুরাদ হাসান এমপি(আহবায়ক)
★ এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ(সদস্য)
★ফারুক আহাম্মদ চৌধুরী(সদস্য)
★ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি(সদস্য)
★ছানোয়ার হোসেন ছানু(সদস্য)
★অধ্যাপক সুরুজ্জামান(সদস্য)
★বিজন কুমার চন্দ(সদস্য)
★ছানোয়ার হোসেন বাদশা(সদস্য)

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরীর পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি,জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জামালপুরের পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও জামালপুরের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।