মগবাজারে বিস্ফোরণে আহত ২৮, ভবনে আগুন
- Update Time : ০৯:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / 176
রাজধানীর মগবাজার বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন। রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ও দগ্ধদের ঢাকা কমিউনিটি ক্লিনিক, আদ্ব-দীন হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিস্ফোরণে পর ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসি বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর আড়ংসহ আশ-পাশের ভবন কেপে উঠে। বেশ কয়েকটি ভবনের সব গ্লাস ভেঙে গেছে। এ সময় একটি বাসে আগুন ধরে যায়। ভবন থেকে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে।