নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

  • Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / 185
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চল জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

পুলিশ জানায়, মোটরবাইকে আসা অস্ত্রধারীরা বেশ কয়েকটি গ্রামের কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ওপর এ হামলা চালায়। স্থানীয়ভাবে এরা ডাকাত নামে পরিচিত।

স্থানীয় এক বাসিন্দা হারুনা আব্দুল করীম জানান, শুক্রবার গ্রামগুলো থেকে পুলিশ ১৪ টি মরদেহ উদ্ধার করলেও পরবর্তীতে আরও ৩৯ টি মরদেহ খুঁজে পাওয়া যায়। স্থানীয় আরেক বাসিন্দা মুসা আরজিকা জানান, ডাকাতরা ফিরে এসে আবার হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মরদেহগুলো সৎকার না করেই কবর দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে রাজ্যটির জুরমি জঙ্গলের আশেপাশের গ্রামগুলোতে ডাকাতদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে হামলা বন্ধে কর্তৃপক্ষের সহায়তা চেয়ে গত সপ্তাহে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

জামফারা পুলিশের মুখপাত্র জানায়, হামলার পর গ্রামগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩

Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ার উত্তরাঞ্চল জামফারা রাজ্যে বন্দুকধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন।

শনিবার দেশটির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

পুলিশ জানায়, মোটরবাইকে আসা অস্ত্রধারীরা বেশ কয়েকটি গ্রামের কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ওপর এ হামলা চালায়। স্থানীয়ভাবে এরা ডাকাত নামে পরিচিত।

স্থানীয় এক বাসিন্দা হারুনা আব্দুল করীম জানান, শুক্রবার গ্রামগুলো থেকে পুলিশ ১৪ টি মরদেহ উদ্ধার করলেও পরবর্তীতে আরও ৩৯ টি মরদেহ খুঁজে পাওয়া যায়। স্থানীয় আরেক বাসিন্দা মুসা আরজিকা জানান, ডাকাতরা ফিরে এসে আবার হামলা চালাতে পারে এমন আশঙ্কায় মরদেহগুলো সৎকার না করেই কবর দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে রাজ্যটির জুরমি জঙ্গলের আশেপাশের গ্রামগুলোতে ডাকাতদের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে হামলা বন্ধে কর্তৃপক্ষের সহায়তা চেয়ে গত সপ্তাহে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।

জামফারা পুলিশের মুখপাত্র জানায়, হামলার পর গ্রামগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।