ইরানের জ্বালানি তেলবাহী ট্যাংকার ছেড়ে দিল ইন্দোনেশিয়া
- Update Time : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / 174
আটকের চার মাস পর ইরানের একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার ছেড়ে দিয়েছে ইন্দোনেশিয়া সরকার। ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানি বলেছে, ইরানের জ্বালানি তেলবাহী ট্যাংকার এমটি হর্স ও এর নাবিকদের ১২৫ দিন পর শুক্রবার মুক্তি দিয়েছে ইন্দোনেশিয়া।
ইরানের রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান আরও জানায়, এখন জ্বালানি তেলবাহী ট্যাংকারটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজের কাজ শেষ করবে। এরপর ইরানের জলসীমায় ফিরে আসবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, চলতি বছরের জানুয়ারির শেষের দিকে সন্দেহজনকভাবে জ্বালানি তেল পরিবহনের দায়ে নিজেদের জলসীমা থেকে ইরানের পতাকাবাহী ট্যাংকারটি জব্দ করেছিল ইন্দোনেশিয়ার কোস্টগার্ড। একই সময় পানামার পতাকাবাহী এমটি ফ্রেয়া নামে আরেকটি নৌযান জব্দ করা হয়। ওই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ট্যাংকার জব্দের ঘটনাটি কারিগরি বিষয়। বৈশ্বিক শিপিং খাতে এটা নতুন কোনো ঘটনা নয়।