নির্বোধ বিবেক
- Update Time : ০১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / 227
নির্বোধ বিবেক
মোহাম্মদ আবদুল হাই পিএএ
বলতে কিছু না চাইলেও বিবেক বলে বলনা
বলতে গেলে বুদ্ধি বলে খেল একটা ছলনা !
আবেগ দিয়ে বিবেকটাকে খোঁড়া করে দেই
রাগের বশে আবেগ কষে ঝাঁটা তুলে নেই !
দুষ্ট যবে মন্দ হয়ে গন্ধ ছড়ায় ঝোঁপে
গন্ধ তত তীব্র হয় মন্দ লোকের লাফে।
দুষ্ট নিয়ে মাথা ব্যাথা দুষ্ট লোকের কাজ
দুষ্ট লালন করে তারা মাথায় পরে তাজ!
তুষ্ট হয়ে দুষ্ট লালন করে যারা সমাজে
তাদের দিয়ে দুষ্টের দমন কিরূপে সাঁজে?
সময় যবে সীমা ছেড়ে অসীম প্রাণে ধায়,
গন্ধ রোধে বন্ধ হবে মন্দ লোকের ভাই !
সঙ্গ যবে মন্দ লোকের বাচ-বিচার নাই
নির্বিচারে সাঙ্গ করে ক্ষ্যান্ত হবে সাঁই !
মানবতার ক্রন্দন রোলে রৌশনী জলসা
ক্রুরে ক্রুরে বিবেক খেলেও আবেগই ভরসা!
আবেগ ছিল আবেগ আছে আবেগ ধাবমান
বিবেকটাকে রুদ্ধ করে বধ হবে সবল প্রাণ !
সমাজটাকে কলুষিত করছে যারা ছলনায়
তাদের বিচার করার তরে এ জাতির বল নাই।
লেখক: উপসচিব