ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদ জবি শিক্ষক সমিতির
- Update Time : ০৭:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / 184
জবি প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও নিরীহ মানুষদের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।পাশাপাশি এ হামলা বন্ধে দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
.
বৃহস্পতিবার (২০ মে) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপির মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে।
.
প্রতিবাদলিপিতে বলা হয়, আল-আকসা মসজিদে গত ১০ মে নামাজরত মুসল্লিদের উপর হামলার মধ্য দিয়ে ইসরায়েল ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর হামলা চালিয়ে যাচ্ছে। ন্যাক্কারজনক এ হামলায় ইতোমধ্যে ২১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যার মধ্যে ৬৩ জন শিশু।
.
দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনের বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা,নির্যাতন এবং জোরপূর্বক উচ্ছেদ সকল প্রকার মানবিক মানদণ্ড,মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
.
এছাড়াও ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি আগ্রাসন অনতিবিলম্বে বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
Tag :
জবি