ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলল পেন্টাগন

  • Update Time : ১২:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / 141
আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে হামলা বন্ধে ইসরায়েলকে আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পাদক লয়েড অস্টিন।

পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, অস্টিন চলমান সংঘাত বন্ধ করতে ও শান্তি ফিরিয়ে আনতে অভিব্যক্তি প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথাও জানান এবং দুদেশের হতাহতের জন্য শোক প্রকাশ করেন।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৬১ জনই শিশু। আহত হয়েছে সহস্রাধিক। অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের ১০ জনের প্রাণহানি ঘটেছে।

আর ২০১৪ সালে গাজায় ইসরায়েলের সবশেষ বড়সড় অভিযানে ২ হাজার ২৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। এদের ১ হাজার ৪৬২ জনই সাধারণ নাগরিক। উল্টোদিকে মাত্র ৬৭ জন ইসরায়েলে সেনা ও তাদের ৬ জন নাগরিক প্রাণ হারিয়েছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলল পেন্টাগন

Update Time : ১২:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনে হামলা বন্ধে ইসরায়েলকে আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পাদক লয়েড অস্টিন।

পেন্টাগনের মুখপাত্র জন কিবরি বলেন, অস্টিন চলমান সংঘাত বন্ধ করতে ও শান্তি ফিরিয়ে আনতে অভিব্যক্তি প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথাও জানান এবং দুদেশের হতাহতের জন্য শোক প্রকাশ করেন।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৬১ জনই শিশু। আহত হয়েছে সহস্রাধিক। অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের ১০ জনের প্রাণহানি ঘটেছে।

আর ২০১৪ সালে গাজায় ইসরায়েলের সবশেষ বড়সড় অভিযানে ২ হাজার ২৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছিল। এদের ১ হাজার ৪৬২ জনই সাধারণ নাগরিক। উল্টোদিকে মাত্র ৬৭ জন ইসরায়েলে সেনা ও তাদের ৬ জন নাগরিক প্রাণ হারিয়েছিলেন।