আমাদের প্রাণের স্পন্দনে স্পন্দিত নাচোল
- Update Time : ০২:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / 198
আসিফ হাসান:
গৌড়ের ঐতিহ্যে ইলামিত্রের স্মৃতি বিজড়িত নাচোল।যার হাত ধরে নাচল আজ নাচোল সেই রাণীমাতা খ্যাত ইলামিত্র ১৯৪৯ সালের সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশে আমাদের পরিচিত করে। ১৭৯৩ সালে লর্ড কর্ন ওয়ালিশের আমলে নাচল নামকরণ করা হয় আমাদের নাচোল কে। জমিদার প্রথার একসময় নাচলে সাঁওতাল রমণীদের নাচ ছিল নাচোলের খাসা ঐতিহ্য।
নাচোলের আয়তন—২৮৩.৬৮ বর্গকিলোমিটার। যার জনসংখ্যা ১,৪৬,৬২৭ জন(২০১৬’র আদমশুমারী অনুযায়ী) ১৯১৮ সালে নাচোল থানা স্থাপিত হয় যা পরবর্তীতে সংস্করণ করা হয় ১৯৮৪ সালে। নাচোল পৌরসভায় অনুষ্ঠানিক ভাবে নির্বাচন শুরু হয় ২০১১ সালে,প্রথম নির্বাচিত মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ম.আব্দুল মালেক চৌধুরী(২৭৩৩’চশমা),দ্বিতীয়বারের মতো আ’লীগের মনোনীত প্রার্থী আব্দুর রশিদ খাঁন শপথ গ্রহণ করেন(৩২১৮) আমাদের শৈশবের দিনগুলো নাচোলের প্রাণকেন্দ্রেই কেঁটেছে।
সেইছোট্টবেলা থেকেই নাচোলকে জেনেছি,বুঝেছি এবং উপলব্ধি করেছি। এবার যে কথা বলার জন্য উপরের উক্ত আলোচনাঃ ইতোমধ্যে নাচোল পৌরসভায় শুরু হতে চলেছে ভোট উৎসব। মেয়র হিসেবে আ’লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পুনরায় আব্দুর রশিদ খাঁন।কমবেশি তিনি নাচোল পৌরসভায় ৫২’কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প কর্মরত রেখেছেন।
ভূলভ্রান্তিতে,দোষে-গুণে অতীতে যারা নৌকায় ভোট দিয়ে নৌকার পাশে থেকেছেন আশাবাদী এইবার পৌর নির্বাচনেও নৌকার পক্ষে থাকবেন। “তরুণ প্রজন্মের ভোট,নৌকার হোক” জয় বাংলা,জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।