পূজার নাটক ‘বোধনের দিন’

  • Update Time : ০৬:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 178

নাটকের গল্পের বর্ণনা অনুসারে চট্টগ্রামের বনেদি মুখার্জিবাড়িতে দুর্গাপূজা হয় প্রতিবছর। এবারও হচ্ছে। বাড়ির ছেলেমেয়েরা তাদের পরিবার নিয়ে চলে এসেছে। ব্যাঙ্কের ভল্ট থেকে ঠাকুরের গয়না আনা হয়েছে। বোধনের দিন পড়ানো হবে। তারপর থেকে বিসর্জনের আগে গয়না খোলা অবধি ঠাকুর থাকে কড়া পুলিশ পাহারায়।

অবশ্য মুখার্জি পরিবার ও গ্রামের সব লোক বুক দিয়ে আগলে রাখে ঠাকুর ও তার গয়না। গয়নার মধ্যে আকর্ষণীয় নাকের নথ। গোটাটাই হীরে খচিত। আপাতত সব গয়না আছে বাড়ির সিন্দুকে। সিন্দুকের চাবি বড় গিন্নির কাছে। এক রাতে বাড়িতে চুরি হয় হীরের নথ।

চোরের পেছনে তাড়া করে পড়ে গিয়ে হাত ভাঙ্গে ছোট ভাইয়ের। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিতলী ধরে ফেলে আসল চোর। পাওয়া যায় নথ। সকলে হাঁফ ছেড়ে বাঁচল। যাক বোধন হবে ঠিক সময়ে। পূজাও হবে। এই গল্পে অভিনয় করেছেন অলোক কুমার পিন্টু, শিমলী দাশ, মোজাম্মেল হক, তানজিলা তিন্নী, লালটু, বিবি আয়সাসহ অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

পূজার নাটক ‘বোধনের দিন’

Update Time : ০৬:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০

নাটকের গল্পের বর্ণনা অনুসারে চট্টগ্রামের বনেদি মুখার্জিবাড়িতে দুর্গাপূজা হয় প্রতিবছর। এবারও হচ্ছে। বাড়ির ছেলেমেয়েরা তাদের পরিবার নিয়ে চলে এসেছে। ব্যাঙ্কের ভল্ট থেকে ঠাকুরের গয়না আনা হয়েছে। বোধনের দিন পড়ানো হবে। তারপর থেকে বিসর্জনের আগে গয়না খোলা অবধি ঠাকুর থাকে কড়া পুলিশ পাহারায়।

অবশ্য মুখার্জি পরিবার ও গ্রামের সব লোক বুক দিয়ে আগলে রাখে ঠাকুর ও তার গয়না। গয়নার মধ্যে আকর্ষণীয় নাকের নথ। গোটাটাই হীরে খচিত। আপাতত সব গয়না আছে বাড়ির সিন্দুকে। সিন্দুকের চাবি বড় গিন্নির কাছে। এক রাতে বাড়িতে চুরি হয় হীরের নথ।

চোরের পেছনে তাড়া করে পড়ে গিয়ে হাত ভাঙ্গে ছোট ভাইয়ের। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিতলী ধরে ফেলে আসল চোর। পাওয়া যায় নথ। সকলে হাঁফ ছেড়ে বাঁচল। যাক বোধন হবে ঠিক সময়ে। পূজাও হবে। এই গল্পে অভিনয় করেছেন অলোক কুমার পিন্টু, শিমলী দাশ, মোজাম্মেল হক, তানজিলা তিন্নী, লালটু, বিবি আয়সাসহ অনেকে।