আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র হিরো হলেন তানভির এলিন

  • Update Time : ০৭:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
  • / 218
পাপ্পু কুমার:
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র ২০২০ সালের সেরা ছবির খেতার জিতেছে বরিসালের ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার তানভির এলিনের তোলা ছবি। তার তোলা ছবি এবারের প্রতিযোগিতায় কালারফুল থিমের সেরার খেতাব এনে দিয়েছে। মনোমুগ্ধকর এই ছবিটি বিশ্বর কাছে বাংলাদেশে সেরা প্রমানিত করছে।
.
আলোকচিত্রী তানভির এলিন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আগোরা কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় তানভির এলিন বিষয়টি জানায়। তানভির এলিনের বাড়ি বরিসালে। বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
.
জানা যায়, স্পেনের বার্সেলোনায় ‘আগোরা’ প্রতিবছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল কালারফুল। প্রতিযোগিতায় পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি জমা করেন। সেখান থেকেই সেরা ৫০টি ছবি নির্বাচন করেন আগোরার বিচারমন্ডলী এবং ৫০টি ছবি অনলাইন ভোটের মাধ্যমে সেরা ৫ টি ছবি নির্বাচন করে । সেরা ৫ টি ছবির মধ্য তানভির এলিনের ছবি ছিলো।চূড়ান্ত পর্বে এসে তানভির এলিনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছে।
.
তানভির এলিন বলেন, সবার ভালোবাসায় তিনি আজ জয় লাভ করছেন। এই পুরষ্কারের মাধ্যমে বাংলাদেশকে সেরা প্রমানিত করতে পারছি।
Tag :

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র হিরো হলেন তানভির এলিন

Update Time : ০৭:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
পাপ্পু কুমার:
আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’র ২০২০ সালের সেরা ছবির খেতার জিতেছে বরিসালের ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার তানভির এলিনের তোলা ছবি। তার তোলা ছবি এবারের প্রতিযোগিতায় কালারফুল থিমের সেরার খেতাব এনে দিয়েছে। মনোমুগ্ধকর এই ছবিটি বিশ্বর কাছে বাংলাদেশে সেরা প্রমানিত করছে।
.
আলোকচিত্রী তানভির এলিন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আগোরা কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় তানভির এলিন বিষয়টি জানায়। তানভির এলিনের বাড়ি বরিসালে। বর্তমানে ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
.
জানা যায়, স্পেনের বার্সেলোনায় ‘আগোরা’ প্রতিবছর বিভিন্ন বিষয়ের ওপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল কালারফুল। প্রতিযোগিতায় পৃথিবীর সেরা সেরা আলোকচিত্রী তাদের ১০ হাজারেরও বেশি ছবি জমা করেন। সেখান থেকেই সেরা ৫০টি ছবি নির্বাচন করেন আগোরার বিচারমন্ডলী এবং ৫০টি ছবি অনলাইন ভোটের মাধ্যমে সেরা ৫ টি ছবি নির্বাচন করে । সেরা ৫ টি ছবির মধ্য তানভির এলিনের ছবি ছিলো।চূড়ান্ত পর্বে এসে তানভির এলিনের ছবিটিই সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছে।
.
তানভির এলিন বলেন, সবার ভালোবাসায় তিনি আজ জয় লাভ করছেন। এই পুরষ্কারের মাধ্যমে বাংলাদেশকে সেরা প্রমানিত করতে পারছি।