কঙ্গোর কারাগারে হামলা, পালিয়েছে ১৩শ’ বন্দি

  • Update Time : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / 168
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি কারাগারে সশস্ত্র হামলার পর অন্তত ১৩শ’ কয়েদি পালিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা হয়। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে হামলা শুরু হলে তা প্রতিহত করতে পাল্টা অভিযান চালানো হলে দুই বন্দি নিহত হয়। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে হামলার জন্য ওই অঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন সেখানকার মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা।

জাতিসংঘের হিসেবে গোষ্ঠীটির হাতে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রায় এক হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। ২০১৭ সালেও একবার এই কারাগারটিতে হামলার ঘটনা ঘটে। সেবারও প্রায় এক হাজার বন্দি পালিয়ে যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

কঙ্গোর কারাগারে হামলা, পালিয়েছে ১৩শ’ বন্দি

Update Time : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরের একটি কারাগারে সশস্ত্র হামলার পর অন্তত ১৩শ’ কয়েদি পালিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা হয়। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে হামলা শুরু হলে তা প্রতিহত করতে পাল্টা অভিযান চালানো হলে দুই বন্দি নিহত হয়। এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

তবে হামলার জন্য ওই অঞ্চলে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী এডিএফকে দায়ী করেছেন সেখানকার মেয়র মোদেস্তে বাকওয়ানামাহা।

জাতিসংঘের হিসেবে গোষ্ঠীটির হাতে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলের প্রায় এক হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। ২০১৭ সালেও একবার এই কারাগারটিতে হামলার ঘটনা ঘটে। সেবারও প্রায় এক হাজার বন্দি পালিয়ে যায়।