বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ চারজনের বিচার শুরু

  • Update Time : ১২:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / 165
নিজস্ব প্রতিবেদক:
দুদকের করা মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
.

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলায় ডিআইজি মিজান সহ চার আসামি বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলাবার দুপুরে, ঢাকার বিশেষ জজ-৬ আদালতের বিচারক আল আসাদ মেহাম্মদ আসিফুজ্জামান তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এ সময় মিজানসহ চার আসামিকে নির্দোষ দাবী করে মামলা থেকে তাদের অব্যাহতির দেয়ার আবেদন জানায় তাদের আইনজীবীরা।

এর আগে, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ উপস্থাপন করেন দুদকের আইনজীবী। এরপর বিচারক ডিআইজি মিজান ও তার ভাগনে মাহমুদুল হাসানকে অভিযোগ পড়ে শুনান। এ সময় নিজেদের নির্দোষ বলে দাবী করেন তারা। পরে ডিআইজি মিজানসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আদেশ দেন বিচারক।

গত ২রা সেপ্টেম্বর মামলাটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। এ মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক। এর আগে গত ৯ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন। মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় ডিআইজি মিজানুর ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ চারজনের বিচার শুরু

Update Time : ১২:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
দুদকের করা মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।
.

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বরখাস্ত ডিআইজি মিজান ও তার স্ত্রী সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ মামলায় ডিআইজি মিজান সহ চার আসামি বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলাবার দুপুরে, ঢাকার বিশেষ জজ-৬ আদালতের বিচারক আল আসাদ মেহাম্মদ আসিফুজ্জামান তাদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। এ সময় মিজানসহ চার আসামিকে নির্দোষ দাবী করে মামলা থেকে তাদের অব্যাহতির দেয়ার আবেদন জানায় তাদের আইনজীবীরা।

এর আগে, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ উপস্থাপন করেন দুদকের আইনজীবী। এরপর বিচারক ডিআইজি মিজান ও তার ভাগনে মাহমুদুল হাসানকে অভিযোগ পড়ে শুনান। এ সময় নিজেদের নির্দোষ বলে দাবী করেন তারা। পরে ডিআইজি মিজানসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আদেশ দেন বিচারক।

গত ২রা সেপ্টেম্বর মামলাটি ঢাকার বিশেষ জজ-৬ আদালতে বদলির আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। এ মামলায় মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমান পলাতক। এর আগে গত ৯ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৩০ জানুয়ারি দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ এ চার্জশিট দাখিল করেন। মিজান ছাড়া চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন- ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ওরফে রত্না রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান এবং ভাগনে মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান রাজধানীর কোতোয়ালি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও অবৈধভাবে তথ্যপাচার ও ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় ডিআইজি মিজানুর ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য রয়েছে।