মতলবে উপ-নির্বাচন কাল

  • Update Time : ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / 164

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও আরো ৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও ৭ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন কাল ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মৃত্যুজনিত কারণে ওই সব পদগুলো শূন্য হওয়ায় নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের আয়োজন করে। ব্যালটের মাধ্যমে এ উপ-নির্বাচন হবে।

চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে একজন মহিলা প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই তিনি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার ১৮ অক্টোবর এ ব্যাপারে সকল নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, মতলব দক্ষিণ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮৮০ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৩০১ জন। ভোটারগণ ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়।

কুমিল্লা নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।ইতিমধ্যেই সকল ভোটগ্রহণকারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারগণের ভোটগ্রহণ পদ্ধতির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্র ৫৭ টি এবং কক্ষ ৪শ টি।

এ উপ-নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগ সংক্রান্ত চিঠিও ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও ২০ অক্টোবর চাঁদপুর জেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ইউনিয়নগুলোর নাম ও ভোটার সংখ্যা হলো : কচুয়ার সাচারে ভোটর সংখ্যা ১৯ হাজার ৮শ ১৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ৯ হাজার ৫শ ২৯ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৯০ জন। গোহাট উত্তরের ভোটর সংখ্যা ২০ হাজার ৬ শ ৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১০ হাজার ৪শ ১১ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৮৬ জন।

মতলব উত্তরের জহিরাবাদে ভোটর সংখ্যা ১০ হাজার ৭ শ ২৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ৫ হাজার ৩শ ২০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৪শ ৯ জন।

সুলতানাবাদ ইউনিয়নে ভোটর সংখ্যা ১৫ হাজার ৪শ ৪৬ জন। এর মধ্যে মহিলা ভোটার ৭ হাজার ৬শ ৩০ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৮শ ১৬ জন।

শাহারাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের ভোটর সংখ্যা ৭ হাজার ৪শ ৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ৩ হাজার ৮শ ৮৯ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৫ শ ৫৩ জন।

সাধারণ সদস্য পদে গোহাট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মোহনপুরের ১নং ওয়ার্ড, ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড, সুচিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, চিতোষী পশ্চিমের ৭নং ওয়ার্ড এবং হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্ব -স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এক্ষেত্রে সকল প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলবে উপ-নির্বাচন কাল

Update Time : ০৬:৪৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও আরো ৫টি ইউনিয়নে চেয়ারম্যান ও ৭ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন কাল ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। মৃত্যুজনিত কারণে ওই সব পদগুলো শূন্য হওয়ায় নির্বাচন কমিশন এ উপ-নির্বাচনের আয়োজন করে। ব্যালটের মাধ্যমে এ উপ-নির্বাচন হবে।

চাঁদপুর জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে একজন মহিলা প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই তিনি নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার ১৮ অক্টোবর এ ব্যাপারে সকল নির্বাচনি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, মতলব দক্ষিণ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ১৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৮৮০ জন এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৩০১ জন। ভোটারগণ ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিনের মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়।

কুমিল্লা নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।ইতিমধ্যেই সকল ভোটগ্রহণকারী প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারগণের ভোটগ্রহণ পদ্ধতির প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্র ৫৭ টি এবং কক্ষ ৪শ টি।

এ উপ-নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের নিয়োগ সংক্রান্ত চিঠিও ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

এছাড়াও ২০ অক্টোবর চাঁদপুর জেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়নের ৭টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে ইউনিয়নগুলোর নাম ও ভোটার সংখ্যা হলো : কচুয়ার সাচারে ভোটর সংখ্যা ১৯ হাজার ৮শ ১৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ৯ হাজার ৫শ ২৯ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৯০ জন। গোহাট উত্তরের ভোটর সংখ্যা ২০ হাজার ৬ শ ৯৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১০ হাজার ৪শ ১১ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ২শ ৮৬ জন।

মতলব উত্তরের জহিরাবাদে ভোটর সংখ্যা ১০ হাজার ৭ শ ২৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ৫ হাজার ৩শ ২০ জন এবং পুরুষ ভোটার ৫ হাজার ৪শ ৯ জন।

সুলতানাবাদ ইউনিয়নে ভোটর সংখ্যা ১৫ হাজার ৪শ ৪৬ জন। এর মধ্যে মহিলা ভোটার ৭ হাজার ৬শ ৩০ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৮শ ১৬ জন।

শাহারাস্তির মেহের দক্ষিণ ইউনিয়নের ভোটর সংখ্যা ৭ হাজার ৪শ ৪২ জন। এর মধ্যে মহিলা ভোটার ৩ হাজার ৮শ ৮৯ জন এবং পুরুষ ভোটার ৩ হাজার ৫ শ ৫৩ জন।

সাধারণ সদস্য পদে গোহাট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড, মোহনপুরের ১নং ওয়ার্ড, ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড, সুচিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড, চিতোষী পশ্চিমের ৭নং ওয়ার্ড এবং হাজীগঞ্জ কালচোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্ব -স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। এক্ষেত্রে সকল প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানা যায়।