মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার থেকে নজরদারি করা হবে

  • Update Time : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
  • / 227
চাঁদপুর প্রতিনিধি:
.

মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার থেকে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি আজ সরেজমিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে চাঁদপুরের মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমান ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরো বাড়ানো হবে।

সরকারের উন্নয়ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, করোনাকালে অনেক দেশে মানুষ না খেয়ে মারা যাওয়ার রেকর্ড আছে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রপ্তানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ পুলিশ প্রধান ডি আই জি আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মা ইলিশ রক্ষায় হেলিকপ্টার থেকে নজরদারি করা হবে

Update Time : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০
চাঁদপুর প্রতিনিধি:
.

মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশপথেও হেলিকপ্টার থেকে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি আজ সরেজমিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে চাঁদপুরের মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমান ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরো বাড়ানো হবে।

সরকারের উন্নয়ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন নিয়ে তিনি বলেন, করোনাকালে অনেক দেশে মানুষ না খেয়ে মারা যাওয়ার রেকর্ড আছে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রপ্তানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ পুলিশ প্রধান ডি আই জি আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।