নিজস্ব প্রতিবেদক:
করোনা: স্ত্রীর মৃত্যুর পর মারা গেলেন বিমানের সাবেক ক্যাপ্টেন
- Update Time : ০৫:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 215
বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন আলি আশরাফ খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় স্ত্রী মারা যাওয়ার সাতদিন পর করোনাতেই মারা গেলেন তিনি।
আজ মঙ্গলবার (২রা জুন) সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি। বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভাবি (আলী আশরাফের স্ত্রী) সাতদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যান। আলী আশরাফ আজ সকালে আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা গেলেন।’
ক্যাপ্টেন মাহবুব জানান, করোনা নিয়ে আলী আশরাফ কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন।
বিমানের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, শারীরিক অবস্থা বিবেচনায় ক্যাপ্টেন আলী আশরাফ অবসর নিয়েছিলেন। ৩৫ বছরের ক্যারিয়ারে তিনি বিমানের পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতিও ছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
Tag :