১২ বছরের সর্বোচ্চ অবস্থানে ইসলামী ব্যাংকের শেয়ার

  • Update Time : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 5

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে স্বাগত জানিয়ে ১২ বছরের সর্বোচ্চ অবস্থানে পৌছেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফ্লোর প্রাইজে লেনদেন করা কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৭ শতাংশ।

গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে ইসলামী ব্যাংক। এদিন এর শেয়ারের দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধিতে ৫৪ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে। রবিবার ব্যাংকটির মোট ১৬ কোটি ২৯ লাখ টাকার ৩১ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন করে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপ থেকে মুক্ত করার পর ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকের পর্ষদ থেকে এস আলম গ্রুপের মনোনীত পরিচালকদের অপসারণ করে নতুন পর্ষদ গঠন করেছে।

এছাড়া ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলেও জানান তারা।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় এস আলম গ্রুপ। এ সময় ব্যাংকটির পর্ষদ সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করতে বাধ্য হন। এরপর মালিকানায় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ ব্যাংকের শেয়ার বিক্রি করে।

এস আলম ব্যাংক দখল করে বেনামি ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি ও দুদক এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করছে।

সূত্র জানায়, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গত ২৭ আগস্ট প্রথম বৈঠকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন সাড়ে সাত বছরে ব্যাংক থেকে নেওয়া সব ঋণ পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত নেয়।

বৈঠকে উপস্থিত ব্যাংকের একজন কর্মকর্তা সূত্রে জানা যায়, “এই সময়ের মধ্যে কারা ঋণ নিয়েছে, কোন প্রক্রিয়ায় এবং এই ঋণগুলির যথাযথ জামানত আছে কিনা তা খুঁজে বের করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসে এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙ্গে দেয় এবং ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের একটি নতুন বোর্ড নিয়োগ করে।

সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক উভয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকার শীর্ষ ৫ এ অবস্থান করে নেয় ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার। গতদিনের তুলনায় আজ ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ। আজ ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন শেষ হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সায়।

Tag :

Please Share This Post in Your Social Media

১২ বছরের সর্বোচ্চ অবস্থানে ইসলামী ব্যাংকের শেয়ার

Update Time : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে স্বাগত জানিয়ে ১২ বছরের সর্বোচ্চ অবস্থানে পৌছেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইসলামী ব্যাংক পিএলসি। মাসের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফ্লোর প্রাইজে লেনদেন করা কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৭ শতাংশ।

গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে ইসলামী ব্যাংক। এদিন এর শেয়ারের দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধিতে ৫৪ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ করে। রবিবার ব্যাংকটির মোট ১৬ কোটি ২৯ লাখ টাকার ৩১ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন করে।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপ থেকে মুক্ত করার পর ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকের পর্ষদ থেকে এস আলম গ্রুপের মনোনীত পরিচালকদের অপসারণ করে নতুন পর্ষদ গঠন করেছে।

এছাড়া ইসলামী ব্যাংকের পর্ষদে পরিচালক হওয়ার জন্য বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ শেয়ার কিনছে বলে খবর পাওয়া গেছে। তাই ব্যাংকের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস আরোপ করা সত্ত্বেও এর শেয়ারের দাম বাড়ছে বলেও জানান তারা।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের দায়িত্ব নেয় এস আলম গ্রুপ। এ সময় ব্যাংকটির পর্ষদ সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করতে বাধ্য হন। এরপর মালিকানায় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ ব্যাংকের শেয়ার বিক্রি করে।

এস আলম ব্যাংক দখল করে বেনামি ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সিআইডি ও দুদক এস আলম গ্রুপ ও এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করছে।

সূত্র জানায়, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গত ২৭ আগস্ট প্রথম বৈঠকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন সাড়ে সাত বছরে ব্যাংক থেকে নেওয়া সব ঋণ পুনঃনিরীক্ষণের সিদ্ধান্ত নেয়।

বৈঠকে উপস্থিত ব্যাংকের একজন কর্মকর্তা সূত্রে জানা যায়, “এই সময়ের মধ্যে কারা ঋণ নিয়েছে, কোন প্রক্রিয়ায় এবং এই ঋণগুলির যথাযথ জামানত আছে কিনা তা খুঁজে বের করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আগস্ট মাসে এস আলমের নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙ্গে দেয় এবং ব্যাংকের কার্যক্রম তদারকির জন্য পাঁচ সদস্যের একটি নতুন বোর্ড নিয়োগ করে।

সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংক উভয়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকার শীর্ষ ৫ এ অবস্থান করে নেয় ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার। গতদিনের তুলনায় আজ ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ১০ শতাংশ। আজ ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন শেষ হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সায়।