নবীনগরে একই দিনে তিনজনের মৃত্যু

  • Update Time : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 5

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রবিবার (২২ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

এরা হলো উপজেলার লাউর ফতেহপুর গ্রামের নিয়তি রানী দাস, কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের কাউছার মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, নবীনগর পশ্চিম ইউনিয়নের বগডহর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে শুক্কুর খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে লাউর ফতেহপুর গ্রামের নিয়তি রানী (৩৬) নামের এক নারী পরিবারের লোকজনের অনুপস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে এর সুস্পষ্ট কোনো কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ দিন বিকেল আনুমানিক ৩টার দিকে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের কাউছার মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (২২) পরিবারের কারো সাথে অভিমান করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে বিকেল ৫টায় উপজেলার ওয়ারুক নামক এলাকায় নবীনগর সদর থেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই শুক্কুর আলী নামে ৬০ বছরের বৃদ্ধ নিহত হয় এবং ৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করে চালক লিটন ঘোষ (৪৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বানু নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস সত্যতা নিশ্চিত করে জানান, এক দিনে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। পৃথক তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে একই দিনে তিনজনের মৃত্যু

Update Time : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় রবিবার (২২ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

এরা হলো উপজেলার লাউর ফতেহপুর গ্রামের নিয়তি রানী দাস, কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের কাউছার মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার, নবীনগর পশ্চিম ইউনিয়নের বগডহর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে শুক্কুর খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৯টার দিকে লাউর ফতেহপুর গ্রামের নিয়তি রানী (৩৬) নামের এক নারী পরিবারের লোকজনের অনুপস্থিতিতে কাউকে কিছু না জানিয়ে কেরির বড়ি খেয়ে আত্মহত্যা করে। প্রাথমিকভাবে এর সুস্পষ্ট কোনো কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ দিন বিকেল আনুমানিক ৩টার দিকে কাইতলা উত্তর ইউনিয়নের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের কাউছার মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (২২) পরিবারের কারো সাথে অভিমান করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে বিকেল ৫টায় উপজেলার ওয়ারুক নামক এলাকায় নবীনগর সদর থেকে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাস ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই শুক্কুর আলী নামে ৬০ বছরের বৃদ্ধ নিহত হয় এবং ৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করে চালক লিটন ঘোষ (৪৫) কে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসনা বানু নবীনগর থানায় লিখিত অভিযোগ করেছে।

নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) সজল কান্তি দাস সত্যতা নিশ্চিত করে জানান, এক দিনে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। পৃথক তিনটি ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।