জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন শাহরিয়ার পলাশ

  • Update Time : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
  • / 21

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন, দৈনিক স্বদেশ বাংলার প্রকাশক ও সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।

সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে স্থায়ী সদস্য হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

এসময় জাতীয় প্রেস ক্লাবের (জেপিসি) নতুন সদস্য হন ২৭৭ সাংবাদিক।

শাহরিয়ার পলাশ ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউএনবি, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ।

তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন।

এর আগে, ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন।

তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে, জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। ক্লাবের সভাপতি হাসান হাফিজ সভায় সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন শাহরিয়ার পলাশ

Update Time : ০৪:১৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হলেন, দৈনিক স্বদেশ বাংলার প্রকাশক ও সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।

সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে স্থায়ী সদস্য হিসেবে তাকে নির্বাচিত করা হয়েছে।

এসময় জাতীয় প্রেস ক্লাবের (জেপিসি) নতুন সদস্য হন ২৭৭ সাংবাদিক।

শাহরিয়ার পলাশ ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউএনবি, প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ।

তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদি ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন।

এর আগে, ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গত ১০ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন।

তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে, জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪-এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহসভাপতি হাসান হাফিজকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। ক্লাবের সভাপতি হাসান হাফিজ সভায় সভাপতিত্ব করেন।