নবীনগরে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৭:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 44

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সর্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন এবং এ বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব, রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া ও এর বিভিন্ন দিক ও সুযোগ-সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নবীনগরে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

শুভ চক্রবর্ত্তী, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শিউলি, নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম সরকার, ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

সভার শুরুতে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সর্বজনীন পেনশন স্কিমের পুরো বিষয়টি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন এবং এ বিষয়ে উপস্থিত ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব, রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া ও এর বিভিন্ন দিক ও সুযোগ-সুবিধা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা, বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন।