২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি মেয়র

  • Update Time : ০৫:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / 41

জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত
নগরবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন।

এবার ঈদে বৃষ্টি হতে পারে জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: ডিএসসিসি মেয়র

Update Time : ০৫:০০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত
নগরবাসীকে ঈদের ২ দিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদুল আজহায় ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কোরবানির পশুর হাটের কারণে নগরে যানজট যাতে না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে ডিএসসিসি মেয়র বলেন, পশুর হাটের ব্যবস্থাপনা ঠিক রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকাবাসী খুব স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু হাট থেকে কিনতে পারবেন।

এবার ঈদে বৃষ্টি হতে পারে জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ৩৫ হাজার মানুষ ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। ঈদগাহে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে নামাজে যেন বিঘ্ন না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে।

ঈদের জামাত নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন। এ ছাড়া নারী ও কূটনীতিকদের নামাজে অংশ নেয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।