গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ১৩ বন্দী নিহত : হামাস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / 137

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে কমপক্ষে ১৩ জন বন্দী নিহত হয়েছে। শুক্রবার হামাস এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলে বলেছে, শনিবার আক্রমণ চালিয়ে হামাস কমপক্ষে ১৫০ জনকে বন্দী করে নিয়ে গেছে যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, বিদেশিসহ ১৩ জন বন্দী ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। পাঁচটি অঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েল এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেনি। অন্যদিকে হামাসও নিহতদের বিস্তারিত পরিচয় দেয়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিককে বন্দী করেছে হামাস।

বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ছয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় হাজার বোমা ফেলা হয়েছে। এগুলোর মোট ওজন চার হাজার টন।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ১৩ বন্দী নিহত : হামাস

Update Time : ০৭:৫৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে কমপক্ষে ১৩ জন বন্দী নিহত হয়েছে। শুক্রবার হামাস এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলে বলেছে, শনিবার আক্রমণ চালিয়ে হামাস কমপক্ষে ১৫০ জনকে বন্দী করে নিয়ে গেছে যাদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে।

হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, বিদেশিসহ ১৩ জন বন্দী ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। পাঁচটি অঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েল এখনও বিষয়টি নিয়ে মন্তব্য করেনি। অন্যদিকে হামাসও নিহতদের বিস্তারিত পরিচয় দেয়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিককে বন্দী করেছে হামাস।

বৃহস্পতিবার ইসরায়েলি বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ছয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় হাজার বোমা ফেলা হয়েছে। এগুলোর মোট ওজন চার হাজার টন।