শোক দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসে বিনামূল্যে খাবার বিতরণ
- Update Time : ০২:৫৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / 167
নিউইয়র্ক প্রতিনিধি
বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের শহীদদের স্মরণে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শোকসভা ও হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
ইমদাদ চৌধুরী বলেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালের ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, অতি দ্রুত তাদের বিচার না হলে দেশে অপশক্তির অবস্থান আরও বেড়ে যাবে।
অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ যোদ্ধা রথীন্দ্রনাথ রায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে এবং মুক্তিযুদ্ধের চেতনায় শক্তিশালী হয়ে দেশে এবং প্রবাসে যে যেখানেই থাকি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, এ আয়োজন সফল করতে মাসুম বিল্লাহ, মাহফুজুল হায়দার, শিবলী ছাদিক, সুমন মাহমুদ, এম আলমগীরসহ অনেকে পরিশ্রম করেছেন। সাত শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা রিয়াজুর কাদির লস্কর মিঠু বলেন, শোকের মাসকে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলার শপথ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র যুবলীগের প্রতিটি কর্মী রাজপথে কাজ করে যাব।
বাংলাদেশ থেকে আগত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আমিনুল হোসেন, সাহার রহিম শ্যামল, মাহমুদুল হাসান টিটু আব্দুল হালিম এবং নিউইয়র্ক স্টেট আওয়ামী যুবলীগ আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সিটি আওয়ামী যুবলীগের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।