চাঁসকে মতলব ছাত্রকল্যাণ সংস্থার আলোচনা সভা
- Update Time : ১০:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / 227
নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সরকারি কলেজে অধ্যায়নরত মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন মতলব ছাত্রকল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠত হয়েছে।
বুধবার(১৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের গ্যালারি মিলানায়তনে মতলবের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতলব ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি পাবরুল হোসাইন পাভেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলবের কৃতিসন্তান- চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাজুল ইসলাম মিয়াজি, জিসান আহমেদ, ইসলামিক স্টাডিস ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক খালেদ ইকবাল,ইতিহাস বিভাগের প্রভাষক সুমন মজুমদার।
এ সময় শিক্ষকবৃন্দ মতলবের শিক্ষার্থীদের ছাত্রাবাসের সিট সংক্রান্ত সমস্যা,উপবৃত্তি,বিনামূল্যে বই বিতরণসহ বিভিন্ন সমস্যা নিরসনে সহযোগীতার আশ্বাস দেন এবং মতলবের শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মো: সাদ্দাম।
মতলব ছাত্রকল্যাণ সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আহসান মজুমদার।
মতলব ছাত্রকল্যাণ সংস্থার সামগ্রিক অবস্থা তুলে ধরেন মতলব ছাত্রকল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক মো: আকরাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মো:রাফি ফরাজি এবং গীতা পাঠ করেন সংগঠনের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইতি সূত্রধর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মতলব ছাত্রকল্যাণ সংস্থার সহ-সভাপতি রবিউল ইসলাম রাজু,যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর হাসান,সাংগঠনিক সম্পাদক পি এম শরীফ,ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত ফেরদৌস,আহসান আরিফ নিলয়,রাকিবুল ইসলাম,আব্দুল্লাহ আল মাসুম, সাইফুল ইসলাম রাফি,মোঃরনি মিজি,সাজ্জাদুল ইসলামসহ প্রমুখ।
মতলব ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি পাবরুল হোসাইন পাভেল এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মো: আবু বকর সিদ্দিক,মতলব ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন হাসান, সংস্থার সাবেক সফল সভাপতি মহসিন হোসেনের দিক নির্দেশনায় সংগঠনের উন্নয়নের লক্ষ্যে আমরা নিয়মতান্ত্রিক গঠনমূলক কাজ করে যাচ্ছি।
নেতৃবৃন্দ জানান, আলোচনা সভায় সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা,পূর্ণাঙ্গ কমিটি গঠন,ইফতার মাহফিলের সম্ভাব্য তারিখসহ বিবিধ বিষয়ে সাধারণ শিক্ষার্থী,উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত শিক্ষকদের সম্মিলিত মতামত গ্রহণ করা হয়েছে।