শহীদ শামসুজ্জোহার সমাধিতে রাবিসাসের শ্রদ্ধা
- Update Time : ১২:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / 222
রাবি প্রতিনিধি:
জোহা দিবস উপলক্ষে শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
শুক্রবার(১৮ ফ্রেবুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে শহীদ শামসুজ্জোহার সমাধিতে শ্রদ্ধা জানান রাবিসাসের সদস্যরা।
শ্রদ্ধা শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও রাবিসাস সভাপতি নুরুজ্জামান খান
অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শামসুজ্জোহা স্যারের আত্মত্যাগের কারনেই স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো জোরদার হয়’।
রাবিসাস সভাপতি নুরুজ্জামান খান বলেন ‘ জোহা দিবসে আমরা শ্রদ্ধার সাথে স্বরণ করছি শহীদ শামসুজ্জোহা স্যারকে।ছাত্রবান্ধব শিক্ষক হিসেবে তিনি একজন অনুকরণীয় ব্যাক্তি। আমরা অনেক দিন ধরেই এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস করার দাবি জানিয়ে আসছি। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে যাবো’।
এ সময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি তাপস কুমার সরকার ও তৌসিফ কাইয়ুম। সাংগঠনিক সম্পাদক নোমান ইমতিয়াজসহ অন্যান্য সদস্যরা।