চরলক্ষ্যা ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

  • Update Time : ০২:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / 135

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদ আলী বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকেরা কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারে। এছাড়া কেন্দ্রের পুলিশ ও নির্বাচনী কর্মকর্তরা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। চরলক্ষ্যা ইউনিয়েনের প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে অনিয়মের বিষয়ে জানিয়েও কোনো ফলাফল পায়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী সকাল থেকে বহিরাগতদের দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করছে। এছাড়া কেন্দ্র থেকে তারা আমার এজেন্টদের বের করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। যেভাবে তারা ভোট নিয়ে নিচ্ছে এমনিতেই তারা নির্বাচিত হবেন। তাই আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা মারমুখী আচরণ করছে। এতে করে আমার সমর্থকদের ওপর আক্রমণ করতে পারে তারা। যাতে কোন ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। সে কারণে আমরা নির্বাচন বর্জন করেছি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সোলায়মান তালুকদার সাংবাদিকদের বলেন, চরলক্ষ্যা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। হেরে যাওয়ার ভয়ে তারা আগে থেকেই নির্বাচন বর্জন করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চরলক্ষ্যা ইউনিয়নে আ.লীগ বিদ্রোহী প্রার্থীর নির্বাচন বর্জন

Update Time : ০২:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী। তিনি দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদ আলী বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লোকেরা কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারে। এছাড়া কেন্দ্রের পুলিশ ও নির্বাচনী কর্মকর্তরা নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। চরলক্ষ্যা ইউনিয়েনের প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে অনিয়মের বিষয়ে জানিয়েও কোনো ফলাফল পায়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী সকাল থেকে বহিরাগতদের দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করছে। এছাড়া কেন্দ্র থেকে তারা আমার এজেন্টদের বের করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। যেভাবে তারা ভোট নিয়ে নিচ্ছে এমনিতেই তারা নির্বাচিত হবেন। তাই আমি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। আওয়ামী লীগের প্রার্থীর লোকেরা মারমুখী আচরণ করছে। এতে করে আমার সমর্থকদের ওপর আক্রমণ করতে পারে তারা। যাতে কোন ধরনের জানমালের ক্ষয়ক্ষতি না হয়। সে কারণে আমরা নির্বাচন বর্জন করেছি।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সোলায়মান তালুকদার সাংবাদিকদের বলেন, চরলক্ষ্যা ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। হেরে যাওয়ার ভয়ে তারা আগে থেকেই নির্বাচন বর্জন করেছে।