কক্সবাজারে আটকেপড়া পর্যটকদের বিনা ভাড়ায় চট্টগ্রাম পৌঁছে দেবে পুলিশ

  • Update Time : ০৬:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / 164

জেলা প্রতিনিধিঃ

সারাদেশে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের কারণে আটকেপড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচালিত জেলা পুলিশের পেজে কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।

পেজে তিনি লিখেন, কক্সবাজারে বিভিন্ন জেলা থেকে আগত যেসব পর্যটক বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না, তাদের পুলিশের নিজস্ব পরিবহনে কোনো ধরনের ভাড়া ছাড়াই চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। ফিরে যেতে আগ্রহীদের জেলা পুলিশ লাইন্সে আসার অনুরোধ করা হলো।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হঠাৎ গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় কক্সবাজার বেড়াতে গিয়ে শুক্র ও শনিবার ফিরে যাওয়ার সিডিউল থাকা অর্ধলাখ পর্যটক আটকা পড়েন। শনিবার (৬ নভেম্বর) যাদের বিশেষ কাজ আছে, তাদের অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করেন।

তবে অন্য সময়ের চেয়ে ভাড়া দু-তিনগুণ হওয়ায় শনিবার দুপুর পর্যন্ত কক্সবাজার ছাড়তে করতে পারেননি আটকেপড়া অনেকে। তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করার উদ্যোগ নেয় জেলা পুলিশ।

কক্সবাজার তাজ করপোরেশন অ্যান্ড ট্রাভেলস সেন্টারের মালিক জানে আলম বলেন, কক্সবাজার থেকে বিমানের ফিরতি টিকিটের দাম হঠাৎ বেড়েছে। অন্য সময় ৩ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার টাকায় যেতে পারলেও শুক্র ও শনিবার সর্বনিম্ন ৭ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যে কারণে অনেক পর্যটক টিকিট করতে এসেও সাধ্যের ভেতর না হওয়ায় ফিরে গেছেন।

ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়ায় পর্যটকরা চরম বেকায়দায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে আটকেপড়া পর্যটকদের বিনা ভাড়ায় চট্টগ্রাম পৌঁছে দেবে পুলিশ

Update Time : ০৬:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

জেলা প্রতিনিধিঃ

সারাদেশে গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের কারণে আটকেপড়া পর্যটকদের চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

শনিবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচালিত জেলা পুলিশের পেজে কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।

পেজে তিনি লিখেন, কক্সবাজারে বিভিন্ন জেলা থেকে আগত যেসব পর্যটক বাস ধর্মঘটের কারণে নিজ গন্তব্যে ফিরে যেতে পারছেন না, তাদের পুলিশের নিজস্ব পরিবহনে কোনো ধরনের ভাড়া ছাড়াই চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। ফিরে যেতে আগ্রহীদের জেলা পুলিশ লাইন্সে আসার অনুরোধ করা হলো।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হঠাৎ গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হওয়ায় কক্সবাজার বেড়াতে গিয়ে শুক্র ও শনিবার ফিরে যাওয়ার সিডিউল থাকা অর্ধলাখ পর্যটক আটকা পড়েন। শনিবার (৬ নভেম্বর) যাদের বিশেষ কাজ আছে, তাদের অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা করেন।

তবে অন্য সময়ের চেয়ে ভাড়া দু-তিনগুণ হওয়ায় শনিবার দুপুর পর্যন্ত কক্সবাজার ছাড়তে করতে পারেননি আটকেপড়া অনেকে। তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করার উদ্যোগ নেয় জেলা পুলিশ।

কক্সবাজার তাজ করপোরেশন অ্যান্ড ট্রাভেলস সেন্টারের মালিক জানে আলম বলেন, কক্সবাজার থেকে বিমানের ফিরতি টিকিটের দাম হঠাৎ বেড়েছে। অন্য সময় ৩ হাজার ৮০০ টাকা থেকে ৫ হাজার টাকায় যেতে পারলেও শুক্র ও শনিবার সর্বনিম্ন ৭ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যে কারণে অনেক পর্যটক টিকিট করতে এসেও সাধ্যের ভেতর না হওয়ায় ফিরে গেছেন।

ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়ায় পর্যটকরা চরম বেকায়দায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।