স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নির্মিত হয়েছে সাংবাদিক কাদের পলাশের রচনায় ও চাঁদপুরের নবাগত কন্ঠ শিল্পী উম্মে আয়শা খানম শম্পা নিবেদিত একটি সমাজ সচেতনতামূলক হৃদয় ছোঁয়া শর্টফিল্ম গল্পটি ঈদের নয়।
চাঁদপুরের উদীয়মান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর ইউটিউ চ্যানেল অপু মিডিয়া জোন থেকে আগামী ৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রিলিজ হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সংশোধন চলচ্চিত্র নির্মাতা ও জনপ্রিয় অভিনেতা রাসেল মিয়া।
সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন চাঁদপুরের পরিচিত মঞ্চ নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক গোবিন্দ মন্ডল, অভিনেত্রী বীথি আক্তার, ইমান হোসেনসহ আরো অনেকে।
শর্টফিল্মের সার্বিক ব্যাবস্থাপনা ও সহকারী পরিচালনা করেন মোঃ আহসান হাবিব আরিফ ও মোঃ জুয়েল হোসাইন। অসহায় একটি পরিবারের কষ্টের উপর নির্মিত এই গল্পটি।
অপু মিডিয়া জোনের পরিবেশনায়”গল্পটি ঈদের নয়” স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দেখতে দর্শকদের অনুরোধ জানিয়েছেন চ্যানেলের কর্ণধার সাংবাদিক সাইদ হোসেন অপু।
Leave a Reply