নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
তিনি আজ সকালে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে একটি সেমিনারের আয়োজন করেন, পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।
এ সময় সেমিনারে মেয়র আবদুল কাদের মির্জা শিক্ষার মানোন্নয়নে জন্য মানসম্মত শিক্ষা বাস্তয়ন কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটির কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিনকে আহবায়ক, পৌর মেয়র আবদুল কাদের মির্জা সদস্য সচিব, ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ কামাল পারভেজ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াস,কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমদ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আমির হোসেন বি.এস.সি, বামনী কলেজের অধক্ষ রাহবার হোসেন, মাওলানা আবদুল্লাহ আল মামুন,মোহাম্মদ উল্লাহ,মফিজুল আলম,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহেদা আক্তার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফয়েজ উল্লাহ, কোম্পানীগঞ্জ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সভাপতি করিমুল হক সাথী ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী কে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply