অভিন্ন নীতিমালায় ১২ দফা যুক্ত করার দাবি নোবিপ্রবি কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / 147

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ‘কর্মকর্তা/কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২’ এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ১২ দফা যুক্ত করার দাবি জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন।

আজ রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান নেতৃবৃন্দ।

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সোহরাব ইকবাল এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক (অ.দা.) পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী মোঃ জামাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: সফিকুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, মহিলা সম্পাদিকা তৃষা মজুমদার, কার্যকরী সদস্য ইসতিয়াক মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন নীতিমালায় বিপক্ষে নই, কিন্তু কর্মককর্তা-কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করে নীতিমালা প্রণয়ন আমাদের প্রাণের দাবি।’

কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

অভিন্ন নীতিমালায় ১২ দফা যুক্ত করার দাবি নোবিপ্রবি কর্মকর্তাদের

Update Time : ০৭:৩৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

এস আহমেদ ফাহিম, নোবিপ্রবি প্রতিনিধিঃ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের ‘কর্মকর্তা/কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা-২০২২’ এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ১২ দফা যুক্ত করার দাবি জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন।

আজ রবিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান নেতৃবৃন্দ।

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সোহরাব ইকবাল এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, রেজিস্ট্রার (অ.দা) মোহাম্মদ জসীম উদ্দিন, পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান, পরিচালক (অ.দা.) পরিকল্পনা ও উন্নয়ন প্রকৌশলী মোঃ জামাল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: সফিকুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ আবদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, মহিলা সম্পাদিকা তৃষা মজুমদার, কার্যকরী সদস্য ইসতিয়াক মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

মানববন্ধনে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন নীতিমালায় বিপক্ষে নই, কিন্তু কর্মককর্তা-কর্মচারীদের পেশাগত বৈষম্য দূরীকরণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করে নীতিমালা প্রণয়ন আমাদের প্রাণের দাবি।’

কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্ত করার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত ১২ দফা অন্তর্ভুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।