কক্সবাজারে পিকআপ ভ্যানের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলা

  • Update Time : ০৩:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / 175

অন্তর দে বিশাল, কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

পিকআপ ভ্যানের ঘাতক চালক এখনো আটক না হলেও জব্দ করা হয়েছে সেই পিকআপ ভ্যান।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতেই নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মামলা করেছেন। তার আগে ডুলাহাজরা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, ১০ দিন আগে মালুমঘাটের সুরেশ শীলের মৃত্যু হয়। তার আট ছেলে ও দুই মেয়ে। এক ছেলে আগেই মারা গেছেন। বুধবার সুরেশের শ্রাদ্ধ করা হবে।

শ্রাদ্ধের আগের দিনের কাজের জন্য সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ হাসিনাপাড়ার তিনরাস্তার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আরেক ভাইও চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউতে এবং এক বোন ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

৮ ফ্রেবুয়ারী, মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন চার ভাই।

পরে দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আহত আরেক ভাইয়ের মৃত্যু হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে পিকআপ ভ্যানের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলা

Update Time : ০৩:৩৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

অন্তর দে বিশাল, কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

পিকআপ ভ্যানের ঘাতক চালক এখনো আটক না হলেও জব্দ করা হয়েছে সেই পিকআপ ভ্যান।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাফায়েত হোসেন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতেই নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মামলা করেছেন। তার আগে ডুলাহাজরা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরো জানান, ১০ দিন আগে মালুমঘাটের সুরেশ শীলের মৃত্যু হয়। তার আট ছেলে ও দুই মেয়ে। এক ছেলে আগেই মারা গেছেন। বুধবার সুরেশের শ্রাদ্ধ করা হবে।

শ্রাদ্ধের আগের দিনের কাজের জন্য সাত ছেলে ও এক মেয়েসহ পরিবারের নয় জন সদস্য সকালে ফকিরশাহ হাসিনাপাড়ার তিনরাস্তার মন্দিরে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত আরেক ভাইও চট্টগ্রাম মেডিক্যালের আইসিইউতে এবং এক বোন ডুলাহাজরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

৮ ফ্রেবুয়ারী, মঙ্গলবার সকাল সাড়ে ৫ টার দিকে চকরিয়া উপজেলার মালুমঘাটের ফকিরশাহ এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় নিহত হন চার ভাই।

পরে দুপুর সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আহত আরেক ভাইয়ের মৃত্যু হয়।