২১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
  • / ১৪৪ Time View
নাটোর প্রতিনিধি:

নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকার জাল নোট জব্দ করেছে। অভিযানে জাল টাকা বহনকারী শাহিনুর রহমান ওরফে হায়দার (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে সিপিসি, নাটোর র‌্যাব-৫ এর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে ২০ লাখ ৮৮ হাজার টাকার কাগুজে জালনোট উদ্ধার করা হয়। শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বলেন, কোরবানি ঈদকে ঘিরে জাল নোট জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকা থেকে ২০ লাখ আশি হাজার টাকা সমমূল্যের ২০৮৮টি এক হাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান ওরফে হায়দারকে আটক করা হয়। আটক শাহিনুর রহমানের বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

র‌্যাব-৫ রাজশাহীর অধীনে পাঁচটি জেলায় ক্যাম্প থাকলেও নওগাঁ জেলায় কোনো ক্যাম্প না থাকায় নাটোর ক্যাম্প অভিযান পরিচালনা করেছে বলে প্রেস ব্রিফিংকালে জানান র‌্যাব-৫ এর এর অধিনায়ক।

প্রেস ব্রিফিংকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

২১ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক

Update Time : ০৭:৪৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
নাটোর প্রতিনিধি:

নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁয় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকার জাল নোট জব্দ করেছে। অভিযানে জাল টাকা বহনকারী শাহিনুর রহমান ওরফে হায়দার (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) দুপুরে সিপিসি, নাটোর র‌্যাব-৫ এর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে থেকে ২০ লাখ ৮৮ হাজার টাকার কাগুজে জালনোট উদ্ধার করা হয়। শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বলেন, কোরবানি ঈদকে ঘিরে জাল নোট জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকা থেকে ২০ লাখ আশি হাজার টাকা সমমূল্যের ২০৮৮টি এক হাজার টাকার জাল নোটসহ শাহিনুর রহমান ওরফে হায়দারকে আটক করা হয়। আটক শাহিনুর রহমানের বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

র‌্যাব-৫ রাজশাহীর অধীনে পাঁচটি জেলায় ক্যাম্প থাকলেও নওগাঁ জেলায় কোনো ক্যাম্প না থাকায় নাটোর ক্যাম্প অভিযান পরিচালনা করেছে বলে প্রেস ব্রিফিংকালে জানান র‌্যাব-৫ এর এর অধিনায়ক।

প্রেস ব্রিফিংকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এবং উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।