২০২২ সালে এলজির আয় ৮০ ট্রিলিয়ন ওন ছাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / ১৩৪ Time View

ডেস্ক:

সিউলের পশ্চিমাংশে এলজি ইলেকট্রনিকসের প্রধান কার্যালয় ছবি: দ্য কোরিয়া হেরাল্ড
কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ড গড়ল এলজি ইলেকট্রনিকস। ২০২১ সালে প্রথম ৭০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ডের পর গেত বছরে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। সদ্য প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

আজ শুক্রবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে এলজির আয় হয়েছে ৮৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন ওন। যা ২০২১ সালের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ বেশি।

২০২২ সালে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন। ২০২১ সালে যেখানে পরিচালন মুনাফা ছিল ৪ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ওন। মুনাফা কমলেও এলজির বিক্রি প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন ছাঁড়িয়েছে। ২০২১ সালে প্রথমবারের মতো ৭০ ট্রিলিয়ন ওন বিক্রির রেকর্ড গড়েছিল এলজি।

গত বছর এলজির মোট বিক্রিতে ১০ শতাংশেরও বেশি হিস্যা ছিল গাড়ির যন্ত্রাংশের। ২০১৩ সালে চালু হওয়ার পর গত বছর প্রথমবারের মতো মুনাফা দেখেছে এ বিভাগটি। ২০২২ সালে এলজির গাড়ির যন্ত্রাংশ শাখার পরিচালন আয় হয়েছে ১৬ হাজার ৯৬০ কোটি ওন।

তবে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বড় আকারের ধাক্কা খেয়েছে এলজি ইলেকট্রনিকস। বৈশ্বিক বিভিন্ন সংকটের জেরে গত বছরের চতুর্থ প্রান্তিকে এলজির নিট লোকসান হয়েছে ২১ হাজার ২৪০ কোটি ওন। ২০২১ সালের একই প্রান্তিকে যেখানে তাদের মুনাফা হয়েছিল ২ হাজার ১৩০ কোটি ওন। ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৬ হাজার ৯৩০ কোটি ওন বা ৫ কোটি ৬১ লাখ ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় যা ৯০ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০১৮ সালের পর এই প্রথম কোন প্রান্তিকে ১০ হাজার কোটি ওনের নিচে পরিচালন মুনাফা করল দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ গৃহস্থালি সামগ্রী বিক্রেতা কোম্পানিটি।

Tag :

Please Share This Post in Your Social Media

২০২২ সালে এলজির আয় ৮০ ট্রিলিয়ন ওন ছাঁড়িয়েছে

Update Time : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

ডেস্ক:

সিউলের পশ্চিমাংশে এলজি ইলেকট্রনিকসের প্রধান কার্যালয় ছবি: দ্য কোরিয়া হেরাল্ড
কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ড গড়ল এলজি ইলেকট্রনিকস। ২০২১ সালে প্রথম ৭০ ট্রিলিয়ন ওন আয়ের রেকর্ডের পর গেত বছরে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। সদ্য প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

আজ শুক্রবার প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে এলজির আয় হয়েছে ৮৩ দশমিক ৪৭ ট্রিলিয়ন ওন। যা ২০২১ সালের চেয়ে ১২ দশমিক ৯ শতাংশ বেশি।

২০২২ সালে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন। ২০২১ সালে যেখানে পরিচালন মুনাফা ছিল ৪ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন ওন। মুনাফা কমলেও এলজির বিক্রি প্রথমবারের মতো ৮০ ট্রিলিয়ন ওন ছাঁড়িয়েছে। ২০২১ সালে প্রথমবারের মতো ৭০ ট্রিলিয়ন ওন বিক্রির রেকর্ড গড়েছিল এলজি।

গত বছর এলজির মোট বিক্রিতে ১০ শতাংশেরও বেশি হিস্যা ছিল গাড়ির যন্ত্রাংশের। ২০১৩ সালে চালু হওয়ার পর গত বছর প্রথমবারের মতো মুনাফা দেখেছে এ বিভাগটি। ২০২২ সালে এলজির গাড়ির যন্ত্রাংশ শাখার পরিচালন আয় হয়েছে ১৬ হাজার ৯৬০ কোটি ওন।

তবে ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বড় আকারের ধাক্কা খেয়েছে এলজি ইলেকট্রনিকস। বৈশ্বিক বিভিন্ন সংকটের জেরে গত বছরের চতুর্থ প্রান্তিকে এলজির নিট লোকসান হয়েছে ২১ হাজার ২৪০ কোটি ওন। ২০২১ সালের একই প্রান্তিকে যেখানে তাদের মুনাফা হয়েছিল ২ হাজার ১৩০ কোটি ওন। ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এলজির পরিচালন মুনাফা হয়েছে ৬ হাজার ৯৩০ কোটি ওন বা ৫ কোটি ৬১ লাখ ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় যা ৯০ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০১৮ সালের পর এই প্রথম কোন প্রান্তিকে ১০ হাজার কোটি ওনের নিচে পরিচালন মুনাফা করল দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহৎ গৃহস্থালি সামগ্রী বিক্রেতা কোম্পানিটি।