১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৭১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

ডিভাইসের শক্তিশালী নিরাপত্তার জন্য পরিচিত ছিল স্যামসাং। কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির জনপ্রিয় সিরিজের স্মার্টফোনে নিরাপত্তা ত্রুটি সামনে উঠে এসেছে। অ্যান্ড্রয়েড পুলিশ নামে একটি সংস্থা বলছে, নিরাপত্তা ত্রুটিসহ প্রায় ১০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। খবর টেক টাইমস।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, ত্রুটিপূর্ণ স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস৮, এস৯, এস১০, এস২০, এস২১। এ স্মার্টফোনগুলো আর্মস ট্রাস্টজোন সিস্টেমের মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক কি সংরক্ষণ করে বলে স্যামমোবাইলের প্রতিবেদনে প্রথম উঠে আসে। এ ঝুঁকিপূর্ণ ব্যবস্থার কারণে স্ক্যামার ও হ্যাকাররা ধরতে পারেন ফোনগুলোর এনক্রিপশন ঝুঁকিপূর্ণ এবং স্মার্টফোনটি সুরক্ষিত নয়।

অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, স্যামসাংয়ের স্মার্টফোনের নিরাপত্তা স্রেফ কাগজে-কলমে। বাস্তবে গ্যালাক্সি সিরিজের ট্রাস্টজোন অপারেটিং সিস্টেম বা টিজিওএস বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে স্মার্টফোনের সংবেদনশীল অনেক তথ্য বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা থাকছে।

Tag :

Please Share This Post in Your Social Media

১০ কোটি ত্রুটিপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

Update Time : ১২:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

ডিভাইসের শক্তিশালী নিরাপত্তার জন্য পরিচিত ছিল স্যামসাং। কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির জনপ্রিয় সিরিজের স্মার্টফোনে নিরাপত্তা ত্রুটি সামনে উঠে এসেছে। অ্যান্ড্রয়েড পুলিশ নামে একটি সংস্থা বলছে, নিরাপত্তা ত্রুটিসহ প্রায় ১০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। খবর টেক টাইমস।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, ত্রুটিপূর্ণ স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে গ্যালাক্সি এস৮, এস৯, এস১০, এস২০, এস২১। এ স্মার্টফোনগুলো আর্মস ট্রাস্টজোন সিস্টেমের মাধ্যমে ক্রিপ্টোগ্রাফিক কি সংরক্ষণ করে বলে স্যামমোবাইলের প্রতিবেদনে প্রথম উঠে আসে। এ ঝুঁকিপূর্ণ ব্যবস্থার কারণে স্ক্যামার ও হ্যাকাররা ধরতে পারেন ফোনগুলোর এনক্রিপশন ঝুঁকিপূর্ণ এবং স্মার্টফোনটি সুরক্ষিত নয়।

অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, স্যামসাংয়ের স্মার্টফোনের নিরাপত্তা স্রেফ কাগজে-কলমে। বাস্তবে গ্যালাক্সি সিরিজের ট্রাস্টজোন অপারেটিং সিস্টেম বা টিজিওএস বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে স্মার্টফোনের সংবেদনশীল অনেক তথ্য বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা থাকছে।