হিমেলের নামে নির্মাণাধীন একাডেমি ভবনের নামকরণ করা হবে: রাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৫২ Time View

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় নির্মাণাধীন বিজ্ঞান ভবন, রাস্তা এবং একটি স্মৃতি ফলকের নামকরণ মাহমুদ হাবিব হিমেলের নামে হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলার মাঠে আয়োজিত শিক্ষার্থী ও প্রশাসনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দশটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- নিহত শিক্ষার্থী হিমেলের পরিবারকে নূন্যতম ৫ কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যায়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করা; হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা; নির্মাণাধীন বিজ্ঞান ভবনের, রাস্তার নাম হিমেলের নামে করা এবং তার নামে একটি স্মৃতি ফলক নির্মাণ করা; রাস্তা ঠিক না করা পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর, মেইনগেট ও কাজলা গেটে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা; রাকসু কার্যকর করা; বোটানিক্যাল গার্ডেনে রাস্তা শিক্ষার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করা; আহত শিক্ষার্থী রিমেলের চিকিৎসার ব্যায়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করা এবং দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাইকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমারা প্রথম দাবির বিষয়ে কথা দিতে পারতেছি না। তিনি যেনো সম্মানজনক ভাবে চলতে পারে তার জন্য যা করার আমারা করব। বাকি দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

হিমেলের নামে নির্মাণাধীন একাডেমি ভবনের নামকরণ করা হবে: রাবি উপাচার্য

Update Time : ০৭:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় নির্মাণাধীন বিজ্ঞান ভবন, রাস্তা এবং একটি স্মৃতি ফলকের নামকরণ মাহমুদ হাবিব হিমেলের নামে হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলার মাঠে আয়োজিত শিক্ষার্থী ও প্রশাসনের এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দশটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো- নিহত শিক্ষার্থী হিমেলের পরিবারকে নূন্যতম ৫ কোটি টাকা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যায়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করা; হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা; নির্মাণাধীন বিজ্ঞান ভবনের, রাস্তার নাম হিমেলের নামে করা এবং তার নামে একটি স্মৃতি ফলক নির্মাণ করা; রাস্তা ঠিক না করা পর্যন্ত সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা; বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর, মেইনগেট ও কাজলা গেটে ফুট ওভার ব্রিজ নির্মাণ করা; রাকসু কার্যকর করা; বোটানিক্যাল গার্ডেনে রাস্তা শিক্ষার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করা; আহত শিক্ষার্থী রিমেলের চিকিৎসার ব্যায়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করা এবং দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাইকের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমারা প্রথম দাবির বিষয়ে কথা দিতে পারতেছি না। তিনি যেনো সম্মানজনক ভাবে চলতে পারে তার জন্য যা করার আমারা করব। বাকি দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের সভাপতি, অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।