হবিগঞ্জে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
  • / ১১৯ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঁঠালতলী নামক স্থানে পৌঁছালে সংঘর্ষ হয়। এ সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীসহ বাস-ট্রাকের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

হবিগঞ্জে বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২৫

Update Time : ০৭:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঁঠালতলী নামক স্থানে পৌঁছালে সংঘর্ষ হয়। এ সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীসহ বাস-ট্রাকের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।