হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এই অনুষ্ঠান শুরু হয়।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ৩০ মিনিট পিছিয়ে দেন। বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ সময় সরকারপ্রধান দু-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উদ্বোধনের পর শনিবার (২০ মে) দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে, হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Update Time : ১২:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এই অনুষ্ঠান শুরু হয়।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বিসিএস পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী ৩০ মিনিট পিছিয়ে দেন। বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পর প্রধানমন্ত্রী গণভবন থেকে হজ ক্যাম্পের উদ্দেশে যাত্রা শুরু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ সময় সরকারপ্রধান দু-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উদ্বোধনের পর শনিবার (২০ মে) দিনগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে, হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।