স্লোভাকিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / 6

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার ঘটে। এঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে নভ জামকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পাঁচটি অ্যাম্বুলেন্স এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সংঘর্ষের পর বাসটি দুই টুকরো হয়ে যায়। এছাড়া ছবিতে দেখা যায়, এ সময় লোকোমোটিভ ট্রেনটিতে আগুন ধরে গেছে।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র পেট্রা ক্লিমসোভা এএফপিকে জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রেলের এক মুখপাত্র জানিয়েছেন ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ট্রেনের চালক দগ্ধ হয়েছেন।

স্লোভাক গণমাধ্যমের অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, লেভেল ক্রসিং-এ যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল কিন্তু সাম্প্রতিক ঝড়ে সেখানকার ল্যাম্পগুলো কাজ করছিল না। তবে স্লোভাক রেলওয়ে এ দাবির বিষয়ে মন্তব্য করেনি।

Tag :

Please Share This Post in Your Social Media

স্লোভাকিয়ায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৬

Update Time : ১২:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ স্লোভাকিয়ায় একটি লেভেল ক্রসিংয়ে বাসের সঙ্গে আন্তর্জাতিক এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনার ঘটে। এঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার ( ২৭ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাজধানী ব্রাতিস্লাভা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে নভ জামকি শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। পাঁচটি অ্যাম্বুলেন্স এবং তিনটি এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।

গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সংঘর্ষের পর বাসটি দুই টুকরো হয়ে যায়। এছাড়া ছবিতে দেখা যায়, এ সময় লোকোমোটিভ ট্রেনটিতে আগুন ধরে গেছে।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র পেট্রা ক্লিমসোভা এএফপিকে জানান, এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রেলের এক মুখপাত্র জানিয়েছেন ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় ট্রেনের চালক দগ্ধ হয়েছেন।

স্লোভাক গণমাধ্যমের অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, লেভেল ক্রসিং-এ যথেষ্ট আলোর ব্যবস্থা ছিল কিন্তু সাম্প্রতিক ঝড়ে সেখানকার ল্যাম্পগুলো কাজ করছিল না। তবে স্লোভাক রেলওয়ে এ দাবির বিষয়ে মন্তব্য করেনি।