স্মৃতিচারণে একুশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ২৯৮ Time View
স্মৃতিচারণে একুশ
 নাবিল রহমান
একুশের মানে জানো কি
তোমরা জানো কি একুশের অর্থ..?
একুশ মানে ভাষার তরে
বিলিয়ে দেওয়া স্বার্থ।
.
একুশ মানে তেজি রাজপথ;
শহীদের স্মৃতিস্তম্ভ,
একুশ মোদের সুখের বাণী,
একুশ মোদের দম্ভ।
.
মাতৃভাষা বাংলা মোদের
একুশের শ্রেষ্ঠ প্রাপ্তি,
দেশ ছাড়িয়ে বিশ্বে বেড়েছে
বাংলা ভাষার ব্যপ্তি।
.
কৃষ্ণচূড়ার লালের মাঝে
শহীদের মুখ ভাসে,
তাঁদের স্মৃতিতে মোদের চোখে
অশ্রু গড়িয়ে আসে।
.
মায়ের ভাষার জন্য যাঁরা
অঝোরে ঝরালো রক্ত,
আজকে তাঁদের স্বপ্ন কোথায়;
কোথায় তাদের ভক্ত..!
.
রক্ত দিয়ে আঁকলো যাঁরা
ফেব্রুয়ারীর ছবি,
তিহাসের কাব্যে তাঁরা
আজও সংগ্রামী কবি।
.
ভাষার তরে দিলো যাঁরা
তরতাজা ঐ প্রাণ,
তাঁদের সুরেই গেয়ে
যাবো ফেব্রুয়ারির গান।
Tag :

Please Share This Post in Your Social Media

স্মৃতিচারণে একুশ

Update Time : ০২:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
স্মৃতিচারণে একুশ
 নাবিল রহমান
একুশের মানে জানো কি
তোমরা জানো কি একুশের অর্থ..?
একুশ মানে ভাষার তরে
বিলিয়ে দেওয়া স্বার্থ।
.
একুশ মানে তেজি রাজপথ;
শহীদের স্মৃতিস্তম্ভ,
একুশ মোদের সুখের বাণী,
একুশ মোদের দম্ভ।
.
মাতৃভাষা বাংলা মোদের
একুশের শ্রেষ্ঠ প্রাপ্তি,
দেশ ছাড়িয়ে বিশ্বে বেড়েছে
বাংলা ভাষার ব্যপ্তি।
.
কৃষ্ণচূড়ার লালের মাঝে
শহীদের মুখ ভাসে,
তাঁদের স্মৃতিতে মোদের চোখে
অশ্রু গড়িয়ে আসে।
.
মায়ের ভাষার জন্য যাঁরা
অঝোরে ঝরালো রক্ত,
আজকে তাঁদের স্বপ্ন কোথায়;
কোথায় তাদের ভক্ত..!
.
রক্ত দিয়ে আঁকলো যাঁরা
ফেব্রুয়ারীর ছবি,
তিহাসের কাব্যে তাঁরা
আজও সংগ্রামী কবি।
.
ভাষার তরে দিলো যাঁরা
তরতাজা ঐ প্রাণ,
তাঁদের সুরেই গেয়ে
যাবো ফেব্রুয়ারির গান।