স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / ১৪৪ Time View

 

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে দুই স্কুলছাত্রীর একজনকে জোরপূর্বক ধর্ষণ এবং আরেকজনকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন হাতেনাতে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো-উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ইসলাম প্রামানিকের ছেলে জীবন প্রামানিক (২৮), ফরিদপুরের ভাঙা উপজেলার গুলপালদী মোল্লা বাড়ির মালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা ওরফে ভাঙা সোহেল (২৮) ও দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোহন মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল (২৭)। এ ঘটনায় মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

অভিযোগে উল্লেখ বলা হয়, দৌলতদিয়ার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর ফরিদপুর শাপলা সেফহোম নামক সংস্থায় থেকে পড়াশোনা শুরু করে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে গত ১১ ডিসেম্বর তারা দৌলতদিয়ায় পরিবারের কাছে আসে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই বান্ধবী দৌলতদিয়া যৌনপল্লির জনৈক লেংড়ার দোকানে আচার কিনে ফেরার সময় টোকাই মোল্লার বাড়ির সামনে পৌঁছলে ভেতর থেকে তাদের ডাক দেয়। সাড়া দিয়ে টোকাই মোল্লার বাড়িতে পৌঁছে দেখতে পায় জীবন প্রামানিক, সোহেল ওরফে ভাঙা সোহেল ও ইউসুফ মন্ডল ছাড়া কেউ নেই। জীবন প্রামানিক ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ঝাপটে ধরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দাঁড়িয়ে থাকা সোহেল মোল্লা ও ইউসুফ মন্ডল অপর স্কুলছাত্রীকে ঝাপটে ধরে আরেক কক্ষে নিয়ে যায়। জীবন জোরপূর্বক ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ করলেও অপর কক্ষে আটকে রাখা আরেকজনকে (১৩) ধর্ষণচেষ্টা করে ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এমনটি দেখে তাৎক্ষণিকভাবে বাড়ির গেটে তালা মেরে পুলিশে খবর দেয়। পরিবার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার এবং আটককৃতদের থানায় নিয়ে আসে।

নাম প্রকাশ না করার শর্তে যৌনপল্লির কয়েকজন জানান, জীবন প্রামানিক, সোহেল মোল্লা ওরফে ভাঙা সোহেল এবং ইউসুফ মন্ডল এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিতি। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সাথে জড়িত। তাদের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাননা। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল জীবিত থাকা অবস্থায় তারা দীর্ঘদিন পলাতক ছিল। নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুর পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় পুনরায় এলাকায় ফিরে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের মামলা রয়েছে। ওই মামলায় তারা জামিনে এলাকায় রয়েছে। থানায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে এবং স্কুলছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

Update Time : ০২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

 

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে দুই স্কুলছাত্রীর একজনকে জোরপূর্বক ধর্ষণ এবং আরেকজনকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন হাতেনাতে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতরা হলো-উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার ইসলাম প্রামানিকের ছেলে জীবন প্রামানিক (২৮), ফরিদপুরের ভাঙা উপজেলার গুলপালদী মোল্লা বাড়ির মালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা ওরফে ভাঙা সোহেল (২৮) ও দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার মোহন মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল (২৭)। এ ঘটনায় মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ এবং ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।

অভিযোগে উল্লেখ বলা হয়, দৌলতদিয়ার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলতি বছর পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর ফরিদপুর শাপলা সেফহোম নামক সংস্থায় থেকে পড়াশোনা শুরু করে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে গত ১১ ডিসেম্বর তারা দৌলতদিয়ায় পরিবারের কাছে আসে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে দুই বান্ধবী দৌলতদিয়া যৌনপল্লির জনৈক লেংড়ার দোকানে আচার কিনে ফেরার সময় টোকাই মোল্লার বাড়ির সামনে পৌঁছলে ভেতর থেকে তাদের ডাক দেয়। সাড়া দিয়ে টোকাই মোল্লার বাড়িতে পৌঁছে দেখতে পায় জীবন প্রামানিক, সোহেল ওরফে ভাঙা সোহেল ও ইউসুফ মন্ডল ছাড়া কেউ নেই। জীবন প্রামানিক ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ঝাপটে ধরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। দাঁড়িয়ে থাকা সোহেল মোল্লা ও ইউসুফ মন্ডল অপর স্কুলছাত্রীকে ঝাপটে ধরে আরেক কক্ষে নিয়ে যায়। জীবন জোরপূর্বক ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ করলেও অপর কক্ষে আটকে রাখা আরেকজনকে (১৩) ধর্ষণচেষ্টা করে ব্যর্থ হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এমনটি দেখে তাৎক্ষণিকভাবে বাড়ির গেটে তালা মেরে পুলিশে খবর দেয়। পরিবার ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার এবং আটককৃতদের থানায় নিয়ে আসে।

নাম প্রকাশ না করার শর্তে যৌনপল্লির কয়েকজন জানান, জীবন প্রামানিক, সোহেল মোল্লা ওরফে ভাঙা সোহেল এবং ইউসুফ মন্ডল এলাকায় চিহিৃত সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিতি। নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সর্বহারা দলের সাথে জড়িত। তাদের ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাননা। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল জীবিত থাকা অবস্থায় তারা দীর্ঘদিন পলাতক ছিল। নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুর পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায়ায় পুনরায় এলাকায় ফিরে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক হত্যা, মাদক ও সন্ত্রাসী কার্যকলাপের মামলা রয়েছে। ওই মামলায় তারা জামিনে এলাকায় রয়েছে। থানায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে এবং স্কুলছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করতে হাসপাতালে পাঠানো হয়েছে।