সোমবার সংবাদ সম্মেলনে আসছেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
  • / ১৯৭ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের জবাব দিতে সংবাদ সম্মেলনে আসছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ সোমবার দুপুর ২টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

রবিবার রাতে শামীম ওসমান সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার দুপুর ২টায় শহরের বঙ্গবন্ধু সড়কের নতুন সমবায় ভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

আইভীর ‘গডফাদার’ সম্বোধন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে শামীম ওসমান বলেন, ‘দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে? এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন।’

শামীম ওসমান বলেন, ‘আইভী আমাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙ্গুল তুলেছেন। দুদিন আগে একটি ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম। আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুদিন আগে এটা বলেছেন, দুদিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’

আওয়ামী লীগের আলোচিত এই সাংসদ বলেন, ‘আমি আমার অবস্থান থেকে যা বলার আছে বলব। আমি তো এই নির্বাচনে কোনো সাবজেক্ট না। প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম, এখনো আছি। তাহলে আমি নিউজ হবো কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন, তাদের বলেছি- কারণটা কী। এখন তারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’

প্রসঙ্গত, শনিবার নির্বাচনী প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রার্থী আইভী দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী তৈমূল আলম খন্দকার সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। এ সময় তিনি শামীম ওসমানকে ‘গডফাদার’ বলে আখ্যায়িত করেন।

রবিবার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আইভী বলেন, আমি শামীম ওসমানকে এই উপাধি দিইনি। এটা তার ৩০ বছরের উপাধি। এটা নারায়ণগঞ্জবাসী এবং সারা দেশবাসী জানে।

Please Share This Post in Your Social Media

সোমবার সংবাদ সম্মেলনে আসছেন শামীম ওসমান

Update Time : ১২:৪০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বক্তব্যের জবাব দিতে সংবাদ সম্মেলনে আসছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

আজ সোমবার দুপুর ২টায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।

রবিবার রাতে শামীম ওসমান সাংবাদিকদের জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার দুপুর ২টায় শহরের বঙ্গবন্ধু সড়কের নতুন সমবায় ভবনে সংবাদ সম্মেলন করবেন তিনি।

আইভীর ‘গডফাদার’ সম্বোধন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে শামীম ওসমান বলেন, ‘দুদিন আগে ভাই ছিলাম, এখন গডফাদার হলাম কীভাবে? এ প্রশ্ন আপনারা আইভীকে করেন। তিনি কীভাবে এ কথা বললেন।’

শামীম ওসমান বলেন, ‘আইভী আমাকে গডফাদার বলে দলীয় সভাপতি শেখ হাসিনার প্রতি আঙ্গুল তুলেছেন। দুদিন আগে একটি ভিডিও দেখলাম, সেখানে উনি (আইভী) বলছেন, শামীম ওসমান আমাদের নেতা। উনি বড় ভাই, আওয়ামী লীগের সাংসদ। দুই দিনের মধ্যে গডফাদার হয়ে গেলাম। আমাকে মনোনয়ন দিয়েছে আমার দল। আমি যদি গডফাদার হই, তাহলে আমাকে মনোনয়ন দিয়েছেন কে? কাকে প্রশ্নবিদ্ধ করা হলো? যে বলেছে, তার (আইভী) কাছে জিজ্ঞেস করেন, আপনি দুদিন আগে এটা বলেছেন, দুদিন পরে এটা বললেন। কোনটা সঠিক।’

আওয়ামী লীগের আলোচিত এই সাংসদ বলেন, ‘আমি আমার অবস্থান থেকে যা বলার আছে বলব। আমি তো এই নির্বাচনে কোনো সাবজেক্ট না। প্রথম দিক থেকেই চুপচাপ ছিলাম, এখনো আছি। তাহলে আমি নিউজ হবো কেন? যারা আমাকে নিউজ বানাতে চাচ্ছেন, তাদের বলেছি- কারণটা কী। এখন তারা যদি কেউ ফায়দা লুটার চেষ্টা করেন, তাহলে আমার দায়িত্ব হচ্ছে জনগণকে তা জানানো। জনগণ যদি সেটা সঠিক মনে করে, তাহলে সঠিক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়, কোনো রাজনৈতিক নয়।’

প্রসঙ্গত, শনিবার নির্বাচনী প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রার্থী আইভী দাবি করেন, তার প্রতিদ্বন্দ্বী তৈমূল আলম খন্দকার সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। এ সময় তিনি শামীম ওসমানকে ‘গডফাদার’ বলে আখ্যায়িত করেন।

রবিবার এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আইভী বলেন, আমি শামীম ওসমানকে এই উপাধি দিইনি। এটা তার ৩০ বছরের উপাধি। এটা নারায়ণগঞ্জবাসী এবং সারা দেশবাসী জানে।