সোনার বাংলা ট্রেনের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • / ১৩০ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

সোমবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে।

তিনি বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষ হয়। ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা মালবাহী পিকআপটি আটক করেছে। তবে এর ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

সোনার বাংলা ট্রেনের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ

Update Time : ০২:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার ২০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

সোমবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ইয়াকুবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে।

তিনি বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষ হয়। ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা মালবাহী পিকআপটি আটক করেছে। তবে এর ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’