সৈয়দপুরে নিজ বাসায় ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • / ২১৪ Time View

মশিয়ার রহমান ,নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকার নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক এবং ওই এলাকার মৃত কমর উদ্দিনের পুত্র।

সৈয়দপুর থানা পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে খবর পেয়ে নিহতের তিনতলা বাসভবনের নিচতলার বেড রুম থেকে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। খুনীরা তাঁর মাথায় কোন ভারী বস্তু দ্বারা উপর্যুপরি আঘাত করে নৃশংস ভাবে খুন করেছে।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমায়। আমরা চার ভাই উপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদেরকে খবর দেয়। তিনি জানান, আমার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগের কারনে অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। তাঁর কোন শত্রু নেই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুপুর ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

সৈয়দপুরে নিজ বাসায় ব্যবসায়ী খুন

Update Time : ০৯:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২

মশিয়ার রহমান ,নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুর শহরের কাজিরহাট এলাকার নিজ বাসা থেকে রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক এবং ওই এলাকার মৃত কমর উদ্দিনের পুত্র।

সৈয়দপুর থানা পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে খবর পেয়ে নিহতের তিনতলা বাসভবনের নিচতলার বেড রুম থেকে ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। খুনীরা তাঁর মাথায় কোন ভারী বস্তু দ্বারা উপর্যুপরি আঘাত করে নৃশংস ভাবে খুন করেছে।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমায়। আমরা চার ভাই উপরের তলায় ঘুমাই। মা সকালে বাবার রুমে গিয়ে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে আমাদেরকে খবর দেয়। তিনি জানান, আমার বাবা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস রোগের কারনে অসুস্থ্য হয়ে শয্যাশায়ী। তাঁর কোন শত্রু নেই।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। দুপুর ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।