সুন্দরগঞ্জ থানার শুভ উদ্যোগ মামলা-জিডি করতে লাগে না টাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • / 24

এনামুল হক, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার প্রধান ফটকের একটি নোটিশ প্লেট দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। নোটিশ প্লেটে লেখা, ‘থানায় জিডি ও আইনী সেবা নিতে কোন প্রকার টাকা লাগে না এবং দালাল/টাউট /অসাধু ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ।পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই নোটিশ প্লেট ঝুলিয়ে দেওয়া হয়েছে।ইতোমধ্যে এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন
,মাননীয় পুলিশ সুপার স্যার জনাব, মোঃ কামাল হোসেন পিপিএম স্যারের নির্দেশনা,আমরা মানুষের সেবার জন্য কাজ করি। কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয়।যে মানুষ সমস্যায় পড়েছে সেই মানুষ যেন তাঁর কাঙ্ক্ষিত সেবা পায়।কোন দালাল বা কোন টাউটের খপ্পরে পরে যেন তার কোন অর্থনৈতিক ক্ষতি না হয়।মামলা ও জিডি এখন দুটোই অনলাইন সিস্টেম। মামলাটা থানায় দিতে হয় কিন্তু জিডির বিষয়টি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ অনলাইনে করতে পারে। আমরা থানা থেকে শুধু এপ্রুভ করে দিব।পরে তারা প্রিন্ট করতে পারে।সেই ক্ষেত্রে জিডির বিষয়টা সত্যতা থাকতে হবে কারণ জিডির ঘটনাটি আমার থানা এলাকায় হতে হবে। কোন কিছু হারিয়ে গেলে আমার থানা এলাকায় হতে হবে। যাতে করে কোন মানুষ যেন হয়রানি না হয় কোন টাউট বা দালালের খপ্পরে পরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।এমনকি আমাদের দ্বারাও কোন মানুষ যেন হয়রানি না হয়। এ জন্য ওই নোটিশ প্লেট থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে। থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

সুন্দরগঞ্জ থানার শুভ উদ্যোগ মামলা-জিডি করতে লাগে না টাকা

Update Time : ০৪:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪

এনামুল হক, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ

 গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার প্রধান ফটকের একটি নোটিশ প্লেট দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। নোটিশ প্লেটে লেখা, ‘থানায় জিডি ও আইনী সেবা নিতে কোন প্রকার টাকা লাগে না এবং দালাল/টাউট /অসাধু ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ।পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই নোটিশ প্লেট ঝুলিয়ে দেওয়া হয়েছে।ইতোমধ্যে এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন
,মাননীয় পুলিশ সুপার স্যার জনাব, মোঃ কামাল হোসেন পিপিএম স্যারের নির্দেশনা,আমরা মানুষের সেবার জন্য কাজ করি। কোন মানুষ যেন হয়রানির স্বীকার না হয়।যে মানুষ সমস্যায় পড়েছে সেই মানুষ যেন তাঁর কাঙ্ক্ষিত সেবা পায়।কোন দালাল বা কোন টাউটের খপ্পরে পরে যেন তার কোন অর্থনৈতিক ক্ষতি না হয়।মামলা ও জিডি এখন দুটোই অনলাইন সিস্টেম। মামলাটা থানায় দিতে হয় কিন্তু জিডির বিষয়টি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ অনলাইনে করতে পারে। আমরা থানা থেকে শুধু এপ্রুভ করে দিব।পরে তারা প্রিন্ট করতে পারে।সেই ক্ষেত্রে জিডির বিষয়টা সত্যতা থাকতে হবে কারণ জিডির ঘটনাটি আমার থানা এলাকায় হতে হবে। কোন কিছু হারিয়ে গেলে আমার থানা এলাকায় হতে হবে। যাতে করে কোন মানুষ যেন হয়রানি না হয় কোন টাউট বা দালালের খপ্পরে পরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।এমনকি আমাদের দ্বারাও কোন মানুষ যেন হয়রানি না হয়। এ জন্য ওই নোটিশ প্লেট থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে। থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।