সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: বাসচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১৭৫ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট‌্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার সিআইডি। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সিআইডির গণমাধ্যমে শাখার অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল ইসলাম জিসান জানিয়েছেন, গ্রেফতার বাসচালক শহীদকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসচালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে মামলা করেন। গত ২৮ ডিসেম্বর বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী (সিলেট জ-১১০৭২৩) বাসে ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত্ত্যক্ত করার পর ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়েন ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Tag :

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: বাসচালক গ্রেফতার

Update Time : ০৮:২১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১

সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট‌্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকার সিআইডি। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সিআইডির গণমাধ্যমে শাখার অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল ইসলাম জিসান জানিয়েছেন, গ্রেফতার বাসচালক শহীদকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে বাসচালক, বাসচালকের সহযোগীসহ অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে মামলা করেন। গত ২৮ ডিসেম্বর বাসচালকের সহযোগী রশিদ আহাম্মেদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা দিরাইগামী একটি যাত্রীবাহী (সিলেট জ-১১০৭২৩) বাসে ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরশহরের সুজানগর এলাকায় আসার পর তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে যান। কোনো যাত্রী না থাকায় বাসের চালক ও সহযোগী মিলে তাকে উত্ত্যক্ত করার পর ধর্ষণের চেষ্টা করে।

একপর্যায়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়েন ওই শিক্ষার্থী। গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।